এম এ আলিম রিপন ঃ পাবনা জেলার সুজানগর উপজেলায় আব্দুর রাজ্জাক ও মোছাঃ হাসিনা খাতুন নামে দুইজন করোনার কোন টিকা গ্রহণ করেননি। তবে রেজিস্ট্রেশন করেছেন। দীর্ঘদিন পর টিকা গ্রহণের জন্য মোবাইলে আসা নাম্বার অনুযায়ী রেজিস্ট্রেশন কার্ড প্রিন্ট করেন। তাতে দেখেন তার টিকা দেয়া হয়ে গেছে। আছে টিকা গ্রহণের তারিখও। অনেকটা অবাক হয়ে আসেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। তা দেখে বিভ্রান্তির মধ্যে পড়েন টিকা প্রদানের দায়িত্বে থাকা কর্মকর্তারা। বৃহস্পতিবার (১৭ ফেব্রয়ারী) সকালে ঘটনাটি ঘটে সুজানগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। টিকা না নিয়েও সার্টিফিকেট পাওয়া আব্দুর রাজ্জাক সুজানগর পৌরসভার তিন নং ওয়ার্ডের ভবানীপুর (কাঁচারীপাড়া) এলাকার মৃত বেলায়েত আলী প্রামানিকের ছেলে এবং অপরজন হলেন আব্দুর রাজ্জাকের স্ত্রী মোছা হাসিনা খাতুন। সার্টিফিকেটে আব্দুর রাজ্জাকের কোভিড-১৯ টিকা-১ম ডোজ গ্রহণের তারিখ ০৯-০৮-২০২১ইং এবং ২য় ডোজ গ্রহণের তারিখ ০৯-১০-২০২১ইং উল্লেখ করা হয়েছে । টিকা গ্রহণের রেজিস্ট্রেশন নাম্বার হলো ৫০৭৬১১৩৪৯৪৩২৮৩৩৯৪৫। টিকা গ্রহণের সার্টিফিকেটের নাম্বার হলো বিডি৮৬৮৯২০৬৪৪৪৯০। এবং মোছা হাসিনা খাতুনেরও কোভিড-১৯ টিকা-১ম ডোজ গ্রহণের তারিখ ০৯-০৮-২০২১ইং এবং ২য় ডোজ গ্রহণের তারিখ ০৯-১০-২০২১ইং উল্লেখ করা হয়েছে । রেজিস্ট্রেশন নাম্বার হলো ৫০৭৬১১৩৪৯৪৩২৮৩৩৯৭৩। টিকা গ্রহণের সার্টিফিকেটের নাম্বার হলো বিডি ৭৬৭১২৮০৩৪৫০৮। বৃহস্পতিবার সকালে টিকা দিতে আসেন আব্দুর রাজ্জাক ও হাসিনা খাতুন। টিকা গ্রহণের জন্য পূর্বের করা রেজিস্ট্রেশন কার্ড নিয়ে হাসপাতালে টিকা প্রদানের নির্ধারিত বুথে এসে বিভিন্ন জনের সঙ্গে কথা বলতে দেখা যায় তাদেরকে। আলাপকালে আব্দুর রাজ্জাক বলেন, গত বছরের আগস্ট মাসের ৭ তারিখে টিকা গ্রহণের জন্য তিনি এবং তার স্ত্রী রেজিস্ট্রেশন করেন অনলাইনে। মোবাইলেও ম্যাসেজ আসে। কিন্তু পারিবারিক ব্যস্ততার কারণে আমাদের টিকা দেয়া হয়নি। বৃহস্পতিবার সকালে টিকা গ্রহণের জন্য রেজিস্ট্রেশন কার্ড প্রিন্ট দিয়ে দেখেন কার্ডে টিকা গ্রহণের দিন তারিখ উল্লেখ রয়েছে। পরে কার্ডের নাম্বার নিয়ে অনলাইনে গিয়ে দেখা যায় টিকা গ্রহণের সার্টিফিকেট এসেছে। উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ আবু তোহা মোঃ শাকিল জানান, এ ধরনের ঘটনা একাধিক ব্যক্তির ক্ষেত্রে ঘটেছে বলে আমি জানতে পেরেছি। এটি ওয়েবসাইটের সমস্যা। তবে এ ধরণের ঘটনা যাদের ক্ষেত্রে ঘটেছে তাদের রেজিস্ট্রেশন কার্ডে হাতে লেখে সংশোধন করে একই রেজিস্ট্রেশনের মাধ্যমে টিকা দেয়া হবে।
Post Views: 14