২০শে জুলাই, ২০২৫ 🔻 ৫ই শ্রাবণ, ১৪৩২🔻 ২৪শে মহর্‌রম, ১৪৪৭

সুজানগরে তর্ক থামাতে গিয়ে প্রাণ গেল বৃদ্ধার

শেয়ার করুন:

এম এ আলিম রিপনঃ পাবনার সুজানগরে দুইজনের কথা কাটাকাটি থামাতে গিয়ে  রহিম মোল্লা (৬৫) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।  বুধবার দুপুরে সুজানগর উপজেলা ও আমিনপুর থানার অর্ন্তগত  সাগরকান্দি ইউনিয়নের শ্রীপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রহিম মোল্লা স্থানীয় শ্রীপুর গ্রামের মৃত  তেথনা মোল্লার ছেলে। জানাযায়,  স্থানীয় গ্রামের মাসিম আলীর বাড়ির উঠানে  মঙ্গলবার রাতে কে বা কারা  মানুষের বিষ্ঠা রেখে দেয়। বুধবার মাছিম আলী বিষয়টি দেখতে পেয়ে এ ঘটনায় একই  গ্রামের প্রতিবেশি খলিল ফকিরকে  দোষারোপ করলে তাদের উভয়ের মধ্যে কথা কাটাকাটি  শুরু হয়। এ সময় গ্রাম্য প্রধান আব্দুর রহিম তাদের কথা কাটাকাটি থামানের চেষ্টা করেন। এ সময় মাছিম আলী রেগে গিয়ে বৃদ্ধ রহিম মোল্লাকে ধাক্কা দিলে মাটিতে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।  ঘটনার সত্যতা নিশ্চিত করে আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রওশন আলী বলেন,  লাশ ময়না তদন্তের জন্য  পাবনা জেনারেল হাসপাতাল মর্গে  পাঠানো হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে  অভিযোগ পেলে  আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।