১৫ই জুন, ২০২৫ 🔻 ১লা আষাঢ়, ১৪৩২🔻 ১৮ই জিলহজ, ১৪৪৬

সুজানগরে দ্বিতীয় বিয়ে করায় প্রথম স্ত্রীর আত্মহত্যা

শেয়ার করুন:

এম এ আলিম রিপন ঃ  সুজানগরে  স্বামী দ্বিতীয় বিয়ে করায় মোছা.জোসনা বেগম(৪২) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। সে  উপজেলার রাইপুর(মাছপাড়া) গ্রামের  মো.আজিজ শেখের স্ত্রী। সোমবার সকাল ৭টার দিকে স্বামীর বাড়ির নিজ ঘরের আড়ার সাথে  রশি দিয়ে ঝুলন্ত অবস্থায় ওই গৃহবধূর  লাশ উদ্ধার করে পুলিশ। পুলিশ ও পারিবারিক  সুত্রে জানাযায়, স্বামী আব্দুল আজিজ  প্রথম স্ত্রীর সম্মতি ছাড়াই দ্বিতীয় বিয়ে করে রবিবার দ্বিতীয় স্ত্রীকে নিজ বাড়ীতে নিয়ে আসেন।  এ ঘটনায় স্বামীর সাথে প্রথম স্ত্রীর মনোমালিন্য হয়। এরই জেরে রাতের কোন এক সময় তিনি গলায় ফাঁস নেন। পরে সোমবার সকালে ঘরের আড়ার সাথে ৫ সন্তানের জননী জোসনা খাতুনের  ঝুলন্ত লাশ দেখে বাড়ির লোকজন পুলিশকে খবর দেয়। সুজানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, লাশটি উদ্ধার করে  ময়নাতদন্তের জন্য পাবনা  জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।  রিপোর্ট পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।