সুজানগর(পাবনা)প্রতিনিধিঃ সুজানগরে এক নববধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। নববধূর নাম মণিকা খাতুন (১৮)। তিনি সুজানগর পৌরসভার নিউগীর বনগ্রাম এলাকার মো. সানাউল্লাহর স্ত্রী। সানাউল্লাহ পেশায় গাড়িচালক। নিহত মণিকা উপজেলার দুলাই ইউনিয়নের রাইশিমুল গ্রামের দুবাই প্রবাসী মধু খানের একমাত্র মেয়ে। সোমবার (১৭ মে) দুপুর ১২ টার দিকে স্বামীর বাড়ি থেকে পুলিশ ঘরের আড়ার সঙ্গে গলায় ওড়না পেঁচানো ঝুলন্ত অবস্থায় নববধূর লাশ উদ্ধার করে । ঘটনার পর থেকে নিহতের স্বামী আত্মগোপনে রয়েছেন। নিহতের স্বজনদের অভিযোগ, বিয়ের পর গত ৪ মাস আগে বাবার বাড়ী থেকে স্বামীর বাড়ী আসার কিছুদিন পর থেকেই মেয়েটির উপর নির্যাতন শুরু করে স্বামী সানাউল্লাহ। এরই একপর্যায়ে সোমবার তাকে হত্যার পর লাশ ঝুলিয়ে রাখা হয়েছে। তবে ছেলের পরিবারের লোকজনের দাবি গলায় ফাঁস নিয়ে মণিকা নিজে আত্মহত্যা করেছে। স্থানীয় এলাকাবাসীর ধারণা দাম্পত্য কলহের জের ধরে এ ঘটনা ঘটেছে। সুজানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মিজানুর রহমান বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পাওয়ার পর প্রকৃত ঘটনা জানা যাবে।
Post Views: 21