১৭ই জুন, ২০২৫ 🔻 ৩রা আষাঢ়, ১৪৩২🔻 ২০শে জিলহজ, ১৪৪৬

সুজানগরে নির্বাচনী সহিংসতায় নিহত-১, বিক্ষোভ মিছিল

শেয়ার করুন:

সুজানগর(পাবনা)প্রতিনিধিঃ সুজানগরে আওয়ামীলীগ সমর্থিত ও বিদ্রোহী  চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় সবুজ হোসেন (৪৫) নামে একজন নিহত হয়েছেন। সে উপজেলার ভাঁয়না ইউনিয়নের চলনা গ্রামের মৃত মাহাতাব ্উদ্দিনের ছেলে।  গত সোমবার রাত  সাড়ে আটটার দিকে উপজেলার ভাঁয়না ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামীলীগ  সমর্থিত নৌকার প্রার্থী আমিন উদ্দিন  ও আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী ওমর ফারুকের সমর্থকদের মধ্য স্থানীয় চলনা বাজার এলাকায়  সংঘর্ষের ঘটনা ঘটে । এতে কয়েকটি মোটরসাইকেল ভাঙচুরের ঘটনার পাশাপাশি উভয় পক্ষের কয়েকজন সমর্থক আহত হয়। এ ঘটনার পরপরই উভয়পক্ষ  থানায় লিখিত অভিযোগ দায়ের করে। সংঘর্ষের ঘটনায়  বিদ্রোহী প্রার্থীর সমর্থক সবুজ হোসেন ও নৌকার সমর্থক আনোয়ার হোসেনের অবস্থা গুরুতর হওয়ায়  তাদের দুইজনকে রাজশাহী মেডিকেলে ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন  অবস্থায়  মঙ্গলবার রাত ৯ টার দিকে সবুজের মৃত্যু হয়। এদিকে  সবুজ মারা যাওয়ার খবর এলাকায় পৌঁছালে আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী ওমর ফারুকের কর্মী সমর্থকেরা সুষ্ঠ তদন্তের মাধ্যমে হত্যাকারীদের খুঁজে বের করে অতিদ্রæত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে এক বিক্ষোভ মিছিল বের করে। সুজানগর থানার (ওসি) মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।