১৬ই জুন, ২০২৫ 🔻 ২রা আষাঢ়, ১৪৩২🔻 ১৯শে জিলহজ, ১৪৪৬

সুজানগরে নির্বাচনী সহিংসতায় আহত ৬

শেয়ার করুন:

সুজানগর(পাবনা)প্রতিনিধিঃ ঃ  পাবনার সুজানগর উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে  দুই পক্ষের সংঘর্ষে আহত হয়েছেন ৬ জন। তাদের মধ্যে ৩ জনকে  চিকিৎসার জন্য সুজানগর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপর ৪ জনকে প্রাথমিক চিকিংসা  দেওয়া হয়েছে। বৃহস্পতিবার রাতে হাটখালী ইউনিয়ন পরিষদের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী ফিরোজ আহম্মেদের সমর্থকদের হামলায় নৌকার প্রার্থী আব্দুর রউফ এর সমর্থক সজিব শেখ ও ঝন্টু বিশ্বাস নামে দুইজন এবং পৃথক ঘটনায় একই রাতে উপজেলার ভাঁয়না ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভাঁয়না মোড় নামক স্থানে সংঘর্ষে নৌকার প্রার্থী আমিন উদ্দিনের  সমর্থক  সাহাপুর গ্রামের খোকন, ভাঁয়নার আব্দুল আওয়াল ও মটপাড়ার  মুনু হোসেন  নামে ৩ জন এবং বিদ্রোহী প্রার্থী ওমর ফারুকের সমর্থক ভাঁয়না গ্রামের মুক্তার হোসেন নামক একজন আহত হয়েছেন ।  এ সময় কয়েকটি মোটরসাইকেল ভাংচুরের ঘটনা ঘটে। সুজানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মিজানুর রহমান জানান, এ ঘটনায় কোন পক্ষই শুক্রবার বিকেল ৪টা পর্যন্ত থানায় মামলা দায়ের করেনি।