১৭ই জুন, ২০২৫ 🔻 ৩রা আষাঢ়, ১৪৩২🔻 ২০শে জিলহজ, ১৪৪৬

সুজানগরে পাখি শিকারের দায়ে জরিমানা

শেয়ার করুন:

সুজানগর(পাবনা)প্রতিনিধিঃ  পাবনার সুজানগরের গাজনার বিল  থেকে ১০টি ডাহুক পাখি সহ  দুই শিকারিকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন পাবনা জেলার সাঁথিয়া উপজেলার  ক্ষেতুপাড়া ইউনিয়নের আত্রাইসুতা গ্রামের নিজাম উদ্দিন মন্ডলের ছেলে আশকার মন্ডল এবং অপরজন একই গ্রামের হালিম শেখের ছেলে সোহেল শেখ। মঙ্গলবার সকাল ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে থানার এসআই মাসুম আহমেদ বেলালের নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে ওই দুই পাখি শিকারিকে আটক করে। পরে  পাখি শিকার ও বিক্রি আইনত নিষিদ্ধ হওয়ার পরও  এ কাজ করায় উপজেলা নির্বাহী অফিসার মো.রওশন আলী ভ্রাম্যামান আদালতের মাধ্যমে দুই পাখি শিকারির প্রত্যেককে পাঁচ হাজার টাকা করে অর্থদন্ড করেন। এ সময় শিকার করা ১০টি পাখিকে অবমুক্ত করা হয়।##