এম এ আলিম রিপনঃ সুজানগর উপজেলায় একটি খালে গোসল করতে গিয়ে পানিতে ডুবে এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। বুধবার বিকাল সাড়ে ৫টার দিকে সুজানগর উপজেলা ও আমিনপুর থানার অর্ন্তগত সাগরকান্দি ইউনিয়নের খলিলপুর চক কুমুরিয়া গ্রামের খালে এই ঘটনা ঘটে। মারা যাওয়া ওই ছাত্রের নাম মো. ওমর আলী(১৪)। সে একই গ্রামের ব্যবসায়ী শরিফ শেখের ছেলে ও পাবনা আরএম একাডেমির অষ্টম শ্রেণীর শিক্ষার্থী ছিল। মারা যাওয়া স্কুল ছাত্রের চাচা গোলাম রব্বানী লিটন জানান, পাবনা শহর থেকে গত কয়েকদিন আগে পিতা-মাতা সহ পরিবারের অন্যান্য সদস্যদের সাথে নিজ গ্রামের বাড়ি খলিলপুর চক কুমুরিয়ায় বেড়াতে আসেন ওমর আলী। এর মধ্যে বুধবার(১১ আগস্ট) বিকাল সাড়ে ৫টার দিকে পরিবারের অন্য ভাইবোনদের সাথে স্থানীয় একটি খালে গোসল করতে যায় সে। সাঁতার না জানায় এক পর্যায়ে সে গভীর পানিতে ডুবে যায়। এ সময় তার ভাই-বোনদের চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এসে ওমর আলীকে উদ্ধার করে। পরে তাকে পাবনা জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) রওশন আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।