
সুজানগর থানা অফিসার ইনচার্জ বদরুদ্দোজা জানান, সোমবার দুপুর ১১টার দিকে উপজেলার দুলাই ইউনিয়নের চর-চিনাখড়া গ্রামে পারিবারিক বিরোধকে কেন্দ্র করে পিতা আলমগীর হোসেন (আলম দর্জি) কে লোহার রড ও কাঠের বাটাম দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে তারই দুই পুত্র সুজন হোসেন (২৫), সৌরভ হোসেন (২০) মেয়ে তাহমিনা খাতুন(২২) ও স্ত্রী খািশ খাতুন (৪৫)। স্ত্রী ও সন্ত্রানদের দ্বারা মারপিটরত অবস্থায় দর্জি আলম আত্মরক্ষায় চিৎকার করলে মেয়ে তাহমিনা বাবার মুখে বালু ঢেলে দেয়। পরে স্থানীয় এলাকাবাসী বাড়িতে প্রবেশ করে রক্তাক্ত আহত অবস্থায় আলমকে উদ্ধার করে ও অভিযুক্ত দুই পুত্রকে আটক করে। খবর পেয়ে সুজানগর থানা পুলিশ দুই ছেলেকে আটক করে। এদিকে আহত পিতা আলমগীর হোসেনকে পাবনা সদর হাসপাতালে ভর্তি করা হলে তার শারীরিক অবস্থার অবন্নতি হলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসাপাতালে প্রেরণ করা হয়। এলাকাবাসী জানান, আলম দর্জির সাথে তার ছেলে, মেয়ে ও স্ত্রীর দীর্ঘ দিন ধরে পারিবারিক বিরোধ চলছিল। সে বিদেশ থেকে স্ত্রীর নামে যে টাকা পাঠিয়ে ছিলেন তার সঠিক হিসাব দিতে পারেনি স্ত্রী খুশি খাতুন। পরবর্তিতে একটি দোকান বরাদ্দের টাকা নিয়ে সন্তান ও স্ত্রীর সাথে বিরোধ দেখা দেয়। ছেলে সুজন হোসেন জামায়াত-শিবিরের রাজনীতির সাথে জড়িত বলে এলাবাসী সূত্রে জানা যায়।