এম এ আলিম রিপনঃ সুজানগর উপজেলার মানিকহাট ইউনিয়নের উলাট গ্রামের বাসিন্দা ও পুলিশের এস আই (অবসরপ্রাপ্ত) আমিরুল ইসলাম রেন্টুকে কুপিয়ে জখম করার মামলায় আব্দুল কাদের নামে এক আসামিকে আটক করেছে সুজানগর থানা পুলিশ। সে উক্ত গ্রামের মৃত সিদ্দিকুর রহমানের ছেলে। সুজানগর থানা অফিসার ইনচার্জ(ওসি) মিজানুর রহমান জানান, মঙ্গলবার গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে আসামি কাদেরকে গ্রেফতার করে পুলিশ।উল্লেখ্য এর আগে গত ১৯ মে বুধবার রাতে স্থানীয় সন্ত্রাসীরা পুলিশের এস আই (অবসরপ্রাপ্ত) আমিরুল ইসলাম রেন্টুকে কুপিয়ে জখম করে । বর্তমানে সে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলে জানাযায়।
Post Views: 56








