এম এ আলিম রিপনঃ সুজানগরের ভূমিহীন ও গৃহহীন পরিবারের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে নির্মাণাধীন ঘরের ভিত রাতের আধারে ভেঙে দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার (৯ ডিসেম্বর) রাতে উপজেলার সাতবাড়ীয়া ইউনিয়নের মোজাইতপুর গ্রামে এ ঘটনাটি ঘটে। এ সময় নির্মাণাধীন ঘরের দেয়ালের ইটের গাঁথুনী ভেঙে ফেলার পাশাপাশি ইটের স্তুপ থেকে ইট নিয়ে যায় দুর্বৃত্তরা। উপজেলা নির্বাহী অফিসার মোঃ রওশন আলী জানান সরকারি ভূমিতে সরকারি টাকায় ঘর নির্মাণ করে দেওয়ার বিষয়টি দুর্বৃত্ত চক্র সহ্য করতে পারেনি। থানা পুলিশ বিষয়টি দেখছে আশা করছি প্রকৃত অপরাধীরা রেহাই পাবেনা। থানার ওসি বদরুদ্দোজা জানান, প্রকৃত অপরাধীদেরকে আটক করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হবে,যাতে করে ভবিষ্যতে এ রকম অপরাধ করার সাহস কেউ না দেখাতে পারে। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নাজমুল হুদা জানান, মুজিব শতবর্ষ উপলক্ষে বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবেনা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় সুজানগরের ২০টি ভূমিহীন ও গৃহহীন পরিবারের তালিকা তৈরি করে উক্ত মোজাইতপুর গ্রামের ১ নং খাস খতিয়ানভুক্ত জমিতে ২৯ লক্ষ ৭ হাজার টাকা ব্যয়ে গত মাস থেকে শুরু করা হয় ১৭টি পরিবারের জন্য এই ১৭টি ঘর নির্মাণ কাজ ।##