২২শে জুন, ২০২৫ 🔻 ৮ই আষাঢ়, ১৪৩২🔻 ২৫শে জিলহজ, ১৪৪৬

সুজানগরে প্রাণিসম্পদ প্রদর্শনী

শেয়ার করুন:

এম এ আলিম রিপনঃ পাবনার সুজানগরে শনিবার প্রাণিসম্পদ প্রদর্শনী, আলোচনা সভা ও পুরুস্কার বিতরণ করা হয়েছে।  প্রাণীসম্পদ প্রদর্শণীর মাধ্যমে  এ অঞ্চলের মানুষ উন্নত প্রজাতির পশু ও পাখি লালন-পালনে উদ্বুদ্ধ হবে বলে জানিয়েছেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন। উপজেলা নির্বাহী অফিসার মো.রওশন আলীর সভাপতিত্বে শনিবার সকালে পৌরসভার গরুর হাট মাঠ চত্বরে দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি আরো বলেন আওয়ামীলীগ এ দেশের রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত হওয়ার পর থেকে এ দেশ বিভিন্ন জাতের পশু পালন বিষয়ে  ব্যাপক সাফল্য অর্জন করেছে। হাঁস-মুরগীর ডিম উৎপাদনেও লক্ষ্যমাত্রা অর্জনের পথে। আর দেশের মানুষ  যাতে উন্নত প্রজাতির পশু ও পাখি লালন-পালনে উদ্বুদ্ধ হয় এবং এর সুফল জনগণের মাঝে পৌঁছে সে লক্ষ্যে কাজ করে যাচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার। প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প(এলডিডিপি) প্রাণিসম্পদ অধিদপ্তর, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের এর সহযোগিতা এবং  উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের বাস্তবায়নে অনুষ্ঠিত প্রাণিসম্পদ প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুজানগর পৌরসভার মেয়র রেজাউল করিম রেজা ও থানা অফিসার ইনচার্জ(ওসি) মিজানুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ জামাল উদ্দিন। উপজেলা ভেটেরিনারি সার্জন ডাঃ আব্দুল লতিফ এর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন সাতবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এস এম সামছুল আলম ও  স্থানীয় খামারি ধীরেন্দ্রনাথ সরকার।এ প্রদর্শনীতে  ৪০টি স্টলে উন্নত জাতের গরু,ছাগল,ভেড়া,মুরগী,কবুতরসহ বিভিন্ন পশুপাখি প্রদর্শন করা হয়। সুজানগর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ জামাল উদ্দিন বলেন,প্রাণিসম্পদ প্রদর্শনীর উদ্দেশ্য হচ্ছে উপজেলার খামারীদের প্রাণিসম্পদ প্রতিপালনে উদ্বুদ্ধকরণসহ আধুনিক কলাকৌশল বিষয়গুলো জানানো। এছাড়া খামারিদের মাধ্যমে প্রাণিসম্পদ প্রতিপালন করে আমিষের উৎপাদন বৃদ্ধির পাশাপাশি নিরাপদ আমিষের যোগান নিশ্চিতকরণের লক্ষ্যে এ প্রদর্শনীর আয়োজন করা হয়। পরে এদিন বিকালে সমাপনী অনুষ্ঠানে  প্রদর্শনীতে  অংশগ্রহনকারী স্টলের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।