২২শে জুন, ২০২৫ 🔻 ৮ই আষাঢ়, ১৪৩২🔻 ২৫শে জিলহজ, ১৪৪৬

সুজানগরে ফেনসিডিলসহ নারী মাদক ব্যবসায়ী আটক

শেয়ার করুন:

 এম এ আলিম রিপনঃ সুজানগরে চার বোতল ফেনসিডিলসহ শ্রী রীতা জোয়ার্দ্দার(৩৫) নামক এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। গত শনিবার রাত নয়টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পৌরসভার গোকুলপুর এলাকা থেকে তাকে আটক করা হয়। পাবনা সহকারী পুলিশ সুপার(সুজানগর সার্কেল) রবিউল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। সে পৌরসভার গোকুলপুর গ্রামের  স্বর্গীয় দিলিপ কুমারের মেয়ে। সুজানগর থানার ওসি (তদন্ত) আব্দুল কুদ্দুস জানান, আটককৃত নারী মাদক ব্যবসার সঙ্গে জড়িত। এবং তার ভাই শ্রী সুজন ঠাকুরও  একজন পেশাদার মাদক ব্যবসায়ী। এ ঘটনায় শ্রী রীতা জোয়ার্দ্দারের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা হওয়ায় তাকে রবিবার পাবনা জেল হাজতে সোপর্দ করা হয়েছে।