১৭ই জুন, ২০২৫ 🔻 ৩রা আষাঢ়, ১৪৩২🔻 ২০শে জিলহজ, ১৪৪৬

সুজানগরে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

শেয়ার করুন:

এম এ আলিম রিপন,সুজানগরঃ সুজানগরে  জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনূর্ধ্ব-১৭)বালক ও বঙ্গমাতা শেখ ফজিলাতুননেছা মুজিব গোল্ডকাপ (অনূর্ধ্ব-১৭) বালিকা জাতীয় ফুটবল টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে সুজানগর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে মঙ্গলবার শুরু হওয়া এ টুর্নামেন্টের  আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান অতিথি সুজানগর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন।  উপজেলা নির্বাহী অফিসার মো.রওশন আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সুজানগর পৌরসভার মেয়র রেজাউল করিম রেজা ও থানা অফিসার ইনচার্জ মিজানুর রহমান। উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আখতারুজ্জামান জর্জ এর সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা কৃষি অফিসার রাফিউল ইসলাম, উপজেলা মৎস্য অফিসার নূরে কাজমীর জামান খান সহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উদ্বোধনী দিনের খেলায় সাতবাড়ীয়া ইউনিয়ন পরিষদ একাদশকে ৩-০ গোলে ভাঁয়না ইউনিয়ন পরিষদ একাদশ, সাতবাড়ীয়া ইউনিয়ন পরিষদ একাদশকে ২-০ গোলে মানিকহাট ইউনিয়ন পরিষদ একাদশ, নাজিরগঞ্জ ইউনিয়ন পরিষদ একাদশকে -২-০ গোলে তাঁতীবন্দ ইউনিয়ন পরিষদ একাদশ পরাজিত করে। এছাড়া রাণীনগর ইউনিয়ন পরিষদ খেলায় অংশগ্রহন না করায় দুলাই ইউনিয়ন পরিষদ একাদশকে বিজয়ী ঘোষণা করা হয়। রেফারির দায়িত্ব পালন করেন তুহিন ও সবুজ। ধারা বর্ণনায় ছিলেন মো.দেলোয়ার হোসেন। উল্লেখ্য সুজানগর পৌরসভা সহ উপজেলার ১০টি ইউনিয়ন পরিষদ এ  প্রতিযোগিতায় অংশগ্রহন করছে।