এম এ আলিম রিপনঃ সুজানগরে সিগারেট বাকি না দেওয়ায় ক্ষিপ্ত হয়ে শরিফুল ইসলাম নামে এক ব্যবসায়ীর দোকানে হামলা-ভাঙচুর চালিয়ে টাকা ও মাল লুট করে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ সময় সন্ত্রাসীদের হামলায় ওই ব্যবসায়ী সহ তার ভাই আব্দুল গাফফার গুরুতর আহত হলে তাদেরকে সুজানগর হাসপাতালে ভর্তি করা হয়। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন সুজানগর থানা পুলিশ। ভাঙচুর ও হামলার ঘটনায় এ ঘটনায় দোকান মালিক বৃহস্পতিবার রাতে সন্ত্রাসী দিলা শেখ সহ ১১ জনকে আসামি করে সুজানগর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। থানায় লিখিত অভিযোগ সুত্রে জানাযায়, সাঁথিয়া উপজেলার জসমন্তদুলিয়া গ্রামের মৃত আব্দুল জব্বার শেখের ছেলে দিলা শেখ সুজানগরের ঘোড়াদহ পাগলের গলিতে অবস্থিত শরিফুল ইসলামের মুদি দোকানে বৃহস্পতিবার বিকালে বাকিতে সিগারেট ও তেল কিনতে যান। এ সময় দোকান মালিক তা দিতে অপারগতা জানান। এ নিয়ে দোকান মালিকের সাথে বাগি¦তন্ডা হয়। একপর্যায়ে দিলা শেখ দোকান মালিক শরিফুলকে দেখিয়ে দেওয়ার হুমকি দিয়ে চলে যান। এ ঘটনার জের ধরে এদিন সন্ধ্যায় সন্ত্রাসী ও স্থানীয় সুদের কারবারি হিসেবে পরিচিত দিলা শেখ সহ তার সহযোগী ১০ জন যুবকে সঙ্গে নিয়ে গিয়ে ওই দোকানে হামলা ও ভাঙচুর চালান। এ সময় হামলার পর সন্ত্রাসীরা তাঁর দোকানের ক্যাশবাক্সে থাকা নগদ এক লাখ ৫০ হাজার টাকা সহ দোকানের অন্যান্য মালামাল লুট করে নিয়ে যায়। এ বিষয়ে সুজানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, তদন্ত সাপেক্ষে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।