এম এ আলিম রিপনঃ আসন্ন সুজানগর পৌর নির্বাচনে মনোনয়নপত্র দাখিল করেছেন বিএনপির প্রার্থী কামাল হোসেন বিশ্বাস। রবিবার(২০ ডিসেম্বর) রিটার্নিং অফিসার ও সুজানগর উপজেলা নির্বাহী অফিসার মোঃ রওশন আলীর নিকট মনোনয়নপত্র দাখিল করেন তিনি। এ সময় সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন কর্মকর্তা ফাতেমা খাতুন, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শেখ আব্দুর রউফ, পৌর বিএনপি নেতা আব্দুস সালাম মোল্লা,যুবদল নেতা শাহজাহান, জাহিদ বিশ্বাস,আব্দুল মজিদ প্রমুখ উপস্থিত ছিলেন। মনোনয়নপত্র জমাদান শেষে মেয়র প্রার্থী কামাল হোসেন বিশ্বাস বলেন অবাধ নিরপেক্ষ ও সুষ্ঠ নির্বাচন হলে আগামী ১৬ জানুয়ারী ভোটারেরা আমার নির্বাচনী প্রতিক ধানের শীষে ভোট দিয়ে বিপুল ভোটে জয়লাভ করাবেন বলে আশাবাদ ব্যক্ত করেন। মনোনয়নপত্র গ্রহন করেন রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসার রওশন আলী এবং সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন কর্মকর্তা ফাতেমা খাতুন। রিটার্নিং কর্মকর্তা রওশন আলী জানান মনোনয়নপত্র বাছাই ২২ ডিসেম্বর, প্রার্থীতা প্রত্যাহার ২৯ ডিসেম্বর এবং ১৬ জানুয়ারী-২০২১ তারিখ ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। উপজেলা নির্বাচন কর্মকর্তা ফাতেমা খাতুন জানান সুজানগর পৌরসভার ১০,২৬১জন পুরুষ ও ১০,২২৩ জন নারী সহ সর্বমোট ২০,৪৮৪ জন ভোটার এবারের পৌর নির্বাচনে তারা তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।এবং পৌরসভার ৯টি ওয়ার্ডের ১০টি ভোটকেন্দ্রের ৫৮টি কক্ষের মাধ্যমে এ ভোট অনুষ্ঠিত হবে।
Post Views: 17