৯ই ডিসেম্বর, ২০২৫ 🔻 ২৪শে অগ্রহায়ণ, ১৪৩২🔻 ১৭ই জমাদিউস সানি, ১৪৪৭

সুজানগরে বিজ্ঞান অলিম্পিয়াড প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

শেয়ার করুন:

এম এ আলিম রিপন ঃ  সুজানগরে বিজ্ঞান বিষয়ক কুইজ ও ষষ্ঠ বিজ্ঞান অলিম্পিয়াড প্রতিযোগিতায়  বিজয়ীদের  মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।  সোমবার(২০ সেপ্টেম্বর) উপজেলা নির্বাহী অফিসার মোঃ রওশন আলী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে এ পুরস্কার বিতরণ করেন।  মথুরারপুর উচ্চ বিদালয়ের সহকারী শিক্ষক আখতারুজ্জামান জর্জ এর সঞ্চালনায় অনুষ্ঠানে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সাইফুল ইসলাম ও একাডেমিক সুপারভাইজার মনোয়ার হোসেন সহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।  সুজানগর উপজেলা প্রশাসনের আয়োজনে  এবং  জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর,বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের  সহযোগিতায় সোমবার অনুষ্টিত  এ প্রতিযোগিতায় নিজাম উদ্দিন আজগর আলী ডিগ্রি কলেজ, সুজানগর সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়,শহীদ দুলাল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, মথুরাপুর উচ্চ বিদ্যালয়,গোপালপুর উচ্চ বিদ্যালয় সহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন ।