১৫ই জুন, ২০২৫ 🔻 ১লা আষাঢ়, ১৪৩২🔻 ১৮ই জিলহজ, ১৪৪৬

সুজানগরে বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন

শেয়ার করুন:

সুজানগর(পাবনা)প্রতিনিধিঃ  সুজানগরে ৪৩তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ  উপলক্ষ্যে দুদিনব্যাপী মেলার উদ্বোধন করা হয়েছে। বুধবার উপজেলা পরিষদ হলরুমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ মেলার উদ্বোধন করেন পাবনা-২ আসনের সংসদ সদস্য আহমেদ ফিরোজ কবির। উপজেলা নির্বাহী অফিসার মো.রওশন আলীর সভাপতিত্বে ও আখতারুজ্জামান জর্জ এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন ও পৌর মেয়র রেজাউল করিম রেজা। সুজানগর উপজেলা প্রশাসনের আয়োজনে মেলার উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা  পরিষদের ভাইস চেয়ারম্যান জিয়াউর রহমান কল্লোল, উপজেলা প্রকৌশলী রাকিব হোসেন, উপজেলা শিক্ষা অফিসার আব্দুল জব্বার, উপজেলা একাডেমিক সুপারভাইজার মনোয়ার হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নাজমুল হুদা, সুজানগর প্রেসক্লাবের সভাপতি ও মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ(ভারপ্রাপ্ত)শাহজাহান আলী, এন কলেজের অধ্যক্ষ আলমগীর হোসেন ও সুজানগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম এ আলিম রিপন সহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন । পরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের স্টল পরিদর্শন করেন অতিথিরা।