এম এ আলিম রিপনঃ সুজানগরের সাতবাড়িয়ায় বৈদ্যুতিক মটরে সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে হারুন মোল্লা(৩৬) নামে এক বালু ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। নিহত হারুন মোল্লা পাবনা সদর উপজেলার চরতারাপুর ইউনিয়নের নতুন গোহাইলবাড়ী(নতুন বাজার) এলাকার হাইস মোল্লার ছেলে। সোমবার (৩০ আগস্ট) সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।স্থানীয়রা জানান, এদিন সকালে মো. হারুন মোল্লা সুজানগর উপজেলার সাতবাড়ীয়ায় তার ব্যবসায়িক প্রতিষ্ঠানে বৈদ্যুতিক মটরে সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন । পরে অচেতন অবস্থায় উদ্ধার করে সুজানগর হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন সুজানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মিজানুর রহমান।
Post Views: 42