১৬ই জুন, ২০২৫ 🔻 ২রা আষাঢ়, ১৪৩২🔻 ১৯শে জিলহজ, ১৪৪৬

সুজানগরে ব্যালটের মাধ্যমে প্রাথমিক বিদ্যালয়ে নির্বাচন

শেয়ার করুন:

ইছামতিনিউজ২৪.কম রিপোর্টঃ পাবনার সুজানগর উপজেলার চিনাখরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ব্যালটের মাধ্যমে বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য নির্বাচন করা হয়েছে। ব্যাপক উৎসহ সহকাওে প্রচারণা  শেষে সোমবার সকাল ১০টা থেকে ৪ টা পর্যন্ত বিরতিহীন ভাবে এ ভোট সম্পন্ন করেন দায়িত্ব প্রাপ্ত প্রিজাটিং অফিসার।
জানাযায়, চিনাখরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির সদস্য বাছাইকে কেন্দ্র করে ব্যাপক সমস্যার সম্মুখিন হয় বিদ্যালয় কর্তৃপক্ষ। অবশেষে চলতি মাসের প্রথম দিকে ব্যালটের মাধ্যমে নির্বাচন করতে তফসীল ঘোঘণা করেন সংশ্লিষ্টরা। ১৫ ডিসেম্বর প্রতিক বরাদ্দ দেওয়ার পর থেকে ব্যালটের মাধ্যমে ভোটের মাঠে ভোট প্রার্থনা করতে শুরু করেন প্রার্থীরা। ৪জন পরিচালনা সদস্যর বিপরীতে ৮জন প্রার্থী ৮৯২জন ভোটারের নিকট ভোট প্রার্থনা করেন। ভোট উপলক্ষে ভোটার ও প্রার্থীদের মধ্যে ব্যাপক উৎসহ লক্ষ করা গেছে। ২০ ডিসেম্বর ছিলো ভোট। সকাল থেকেই ভোটাররা ভোট কেন্দ্রে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে লম্বা লাইন ধরেন অভিভাবকরা। দুটি বুথে ৮৯২ ভোটারের ভোট গ্রহণের ব্যবস্থা করা হয়। সর্বশেষ ৫২০ জন ভোটার তাদের ভোটাধিকার প্রদান করেন। ভোটারদের নিরাপত্তা প্রদানের জন্য ভোট কেন্দ্রে পুলিশ ও গ্রাম পুলিশ উপস্থিত ছিলেন। ভোট গ্রহণে দুই জন সহকারি প্রিজাটিং ও ২ জন পোলিং অফিসার ছিলেন। প্রিজাটিং অফিসারের দায়িত্ব পালন করেন সুজানগর উপজেলা সহকারি শিক্ষা অফিসার বিধান চন্দ্র ঘোষ।

৪র্থ শ্রেণির অভিভাবক রেশমা খাতুন জানান, এ প্রথম আমি বিদ্যালয়ে কোন নির্বাচনে ভোট প্রদান করছি। ভোট দিতে এসে অনেক ভালো লাগছে। প্রার্থীরা আমাদের নিকট ভোট চেয়েছে। আমরা দল বেঁধে ভোট দিতে এসেছিলাম।
চিনাখড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জালাল উদ্দিন জানান, নির্বাচনী তফশীল ঘোষনার পর প্রচার প্রচারণা শেষে আজ ভোট গ্রহণ চলছে। সুষ্ঠ সুন্দর পরিবেশে ভোটারা ভোট দিতে পারায় আমার কাছে ভালো লাগছে।
প্রিজাটিং অফিসার ও সুজানগর উপজেলা সহকারি শিক্ষা অফিসার বিধান চন্দ্র ঘোষ বলেন, এই প্রথম সুজানগর উপজেলার কোন প্রাথমিক বিদ্যালয়ে ব্যালটের মাধ্যমে প্রতীক প্রাপ্ত হয়ে নির্বাচন হচ্ছে। আমরা প্রশাসনিক সহায়তায় এলাকার অভিভাবকদের প্রতিনিধি নির্বাচনের সুযোগ করে দিতে পেরে ভোটারদের নিকট প্রশংসিত হয়েছি।