এম এ আলিম রিপনঃ সুজানগর উপজেলার একাধিক হাফেজিয়া মাদ্রাসার প্রায় দুইশত শিক্ষার্থীর মাঝে পবিত্র কোরআন শরীফ বিতরণ করা হয়েছে। গতকাল শুভ লাইব্রেরী এন্ড ডিজিটাল স্টুডিওর স্বত্বাধিকারী শেখ রুমান আহম্মেদ আলতাফের উদ্যোগে এবং স্থানীয় সুশীল সমাজের অর্থায়নে এ পবিত্র কোরআন শরীফ বিতরণ করা হয়।বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নাজিরগঞ্জ ইউপি চেয়ারম্যান মশিউর রহমান খাঁন, বিশেষ অতিথি ছিলেন অগ্রণী ব্যাংক লিমিটেড এর সাবেক কর্মকর্তা শহিদুর রহমান খাঁন ও আনন্দ টিভির জেলা প্রতিনিধি সেলিম মোর্শেদ মিয়া রানা । এ সময় মাদ্রাসার শিক্ষকেরা জানান, আমরা সত্যিই আনন্দিত। এই ধরণের উদ্যোগ সত্যিই প্রশংসার দাবিদার। আমাদের মাদ্রাসার শিক্ষার্থীদের কথা চিন্তা করে পবিত্র কোরআন শরীফ বিতরণ করায় সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান তারা। বিতরণ অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে নাজিরগঞ্জ ইউপি সদস্য জাকির হোসেন,নজরুল ইসলাম মিয়া, ইকবাল প্রামানিক,হাই মোল্লিক,আব্দুল মতিন বিশ্বাস সহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। শেষে দোয়া পরিচালনা করেন ক্বারী শেখ হাসান আল মামুন বাসার।