এম এ আলিম রিপন ঃ সুজানগর উপজেলার সাতবাড়িয়া,মানিকহাট ও নাজিরগঞ্জ ইউনিয়নের স্থানীয় ৪টি রাস্তার উন্নয়ন কাজের উদ্বোধন করা হয়েছে। রবিবার এলজিইডি’র বাস্তবায়নে তিনটি ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের বাস্তবায়নে শুরু হওয়া একটি রাস্তার উন্নয়ন কাজের উদ্বোধন করেন পাবনা-২ আসনের সংসদ সদস্য আহমেদ ফিরোজ কবির। এ সময় সুজানগর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন, পৌর মেয়র রেজাউল করিম রেজা, থানার ওসি আব্দুল হান্নান, উপজেলা প্রকৌশলী রাকিব হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নাজমুল হুদা, সাতবাড়িয়া ইউপি চেয়ারম্যান আবুল হোসেন, নাজিরগঞ্জ ইউপি চেয়ারম্যান মশিউর রহমান খান,মানিকহাট ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আমিনুল ইসলাম, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান জালাল উদ্দিন,উপজেলা কৃষকলীগের সভাপতি আব্দুস সাত্তার, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্রী সুবোধ কুমার( নটো),উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান সাইদ,কৃষি বিষয়ক সম্পাদক রাজা হাসান, শিক্ষা বিষয়ক সম্পাদক ইউনুস আলী বাদশা,সদস্য মাহমুদ্দুজ্জামান মানিক,আ.লীগ নেতা নুরুল ইসলাম,যুবলীগ নেতা মিজানুর রহমান রুবেল ও ছাত্রলীগ নেতা সাব্বির আহমেদ রাজু সহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এছাড়া এদিন কাঁকিয়ান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনেরও উদ্বোধন করেন অতিথিবৃন্দ।
Post Views: 36