এম এ আলিম রিপনঃ পাবনার সুজানগর উপজেলার তাঁতীবন্দ ইউনিয়নের মধুপুর হাজী অজেল আলী উচ্চ বিদ্যালয়ের নব নির্মিত শ্রেণী কক্ষের উদ্বোধন করা হয়েছে। উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প (ইউজিডিপি) উপজেলা পরিষদ এর বাস্তবায়নে এবং স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এর কারিগরি সহায়তায় ৩৬ লক্ষ ৫৫ হাজার টাকা ব্যয়ে নির্মিত নতুন এ শ্রেণীকক্ষের উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন। এ সময় উপজেলা প্রকৌশলী রাকিব হোসেন, হাজী অজেল আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মজিদ, উপজেলা কৃষকলীগের সভাপতি আব্দুস সাত্তার, উপজেলা আওয়ামীলীগের কৃষি বিষয়ক সম্পাদক রাজা হাসান, শিক্ষা বিষয়ক সম্পাদক ইউনুস আলী বাদশা, সদস্য মাহমুদ্দুজ্জামান মানিক, তাঁতীবন্দ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি খন্দকার আব্দুল কুদ্দুস, সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল, হাজী অজেল আলী উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি কামাল হোসেন,আ.লীগ নেতা কুতুব সহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।