২২শে জুন, ২০২৫ 🔻 ৮ই আষাঢ়, ১৪৩২🔻 ২৫শে জিলহজ, ১৪৪৬

সুজানগরে শিক্ষা প্রতিষ্ঠানের ভবন নির্মাণ কাজের উদ্বোধন

শেয়ার করুন:

এম এ আলিম রিপন ঃ সুজানগর উপজেলার তাঁতীবন্দ ইউনিয়নের  মধুপুর হাজী অজেল আলী উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবন নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। স্থানীয় সরকার বিভাগ ও জাইকার অর্থায়নে এবং উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্পের আওতায় ৩৭ লাখ টাকা ব্যয়ের এ  নতুন একাডেমিক ভবন  নির্মাণ কাজের উদ্বোধন করেন প্রধান অতিথি সুজানগর  উপজেলা পরিষদের চেয়ারম্যান  ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহীনুজ্জামান শাহীন । এ সময় উপজেলা প্রকৌশলী আবুল হাশেম, উপজেলা শিক্ষা অফিসার আব্দুল জব্বার,জাইকার উপজেলা ডেভেলপমেন্ট ফ্যাসিলিটেটর ইমরান আলী,উপজেলা আওয়ামীলীগের সদস্য মাহমুদ্দুজ্জামান মানিক, হাজী অজেল আলী উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মনিরুজ্জামান কামাল, প্রধান শিক্ষক আব্দুল মজিদ, মধুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেলোয়ার হোসেন,ঠিকাদারি প্রতিষ্ঠানের পক্ষে আলতাব হোসেন ও তোফাই সহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন।