১১ই নভেম্বর, ২০২৫ 🔻 ২৬শে কার্তিক, ১৪৩২🔻 ১৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭

সুজানগরে শিক্ষা প্রতিষ্ঠানের ভবন ও পাকারাস্তার উদ্বোধন

শেয়ার করুন:

এম এ আলিম রিপনঃ সুজানগর উপজেলার নাজিরগঞ্জ ইউনিয়নের হাসামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবন উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার এলজিইডি এর বাস্তবায়নে প্রায় ১ কোটি টাকা ব্যয়ে নির্মিত নতুন এ একাডেমিক ভবনের  উদ্বোধন করেন পাবনা-২ আসনের সংসদ সদস্য আহমেদ ফিরোজ কবির। এ সময় উপজেলা প্রকৌশলী আবুল হাশেম, উপজেলা শিক্ষা অফিসার আব্দুল জব্বার ও উপ-সহকারী প্রকৌশলী  আব্দুল মালেক, ঠিকাদারী প্রতিষ্ঠানের পক্ষে তপন কুমার বসাক,হাসামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও সদস্যবৃন্দ,  প্রধান শিক্ষক  সহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উদ্বোধনকালে প্রধান অতিথি পাবনা-২ আসনের সংসদ সদস্য আহমেদ ফিরোজ কবির বলেন, করোনা ভাইরাসের এই বৈশ্বিক দুর্যোগের সময়ও শেখ হাসিনার সরকার দেশে উন্নয়নের গতিধারা অব্যাহত রেখেছে। উন্নয়নের এই  অব্যাহত গতিধারা বিশ্বে রোল মডেল হিসেবে পরিণত হচ্ছে। এ সময় তিনি বিদ্যালয়ে আধুনিক এই একাডেমিক ভবন নির্মাণের ফলে শিক্ষার্থীদের মনোরম শিক্ষার পরিবেশ ও বিদ্যালয়ে শিক্ষার মান আরো বৃদ্ধি পাবে বলেও আশাবাদ ব্যক্ত করেন।

এছাড়াও সুজানগর উপজেলার সাগরকান্দি ইউনিয়নের হোগলাডাঙ্গি হতে পদ্মা নদী পর্যন্ত নতুন রাস্তা পাকাকরণ কাজের  উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে রাস্তাটি পাকাকরণ কাজের  উদ্বোধন করেন পাবনা-২ আসনের সংসদ সদস্য আহমেদ ফিরোজ কবির। এ সময় উপজেলা প্রকৌশলী আবুল হাশেম, উপ-সহকারী প্রকৌশলী  আব্দুল মালেক, সাগরকান্দি ইউনিয়ন আওয়ামীলীগ নেতা ইউসুফ আলী, গোলাম রসুল বকুল, ঠিকাদারী প্রতিষ্ঠানের পক্ষে মনসুর  রহমান সহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উদ্বোধনকালে প্রধান অতিথি পাবনা-২ আসনের সংসদ সদস্য আহমেদ ফিরোজ কবির বলেন, করোনা ভাইরাসের এই বৈশ্বিক দুর্যোগের সময়ও শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার দেশে উন্নয়নের গতিধারা অব্যাহত রেখেছে। উন্নয়নের এই  অব্যাহত গতিধারা বিশ্বে রোল মডেল হিসেবে পরিণত হচ্ছে। আর আমি যতদিন মানুষের ভালবাসায় সংসদ সদস্য হিসেবে থাকবো,ততদিন এলাকার সার্বিক উন্নয়নে কাজ করে যাবো বলেও জানান এমপি আহমেদ ফিরোজ কবির। এদিকে রাস্তাটি পাকাকরণ কাজের উদ্বোধন করায় সন্তুষ্টি প্রকাশ করে এলাকার সাধারণ মানুষেরা বলেন, দীর্ঘদিন ধরে এই  রাস্তায় চলাচলে এলাকার মানুষের চরম ভোগান্তি পোহাতে হতো। বিশেষ করে বর্ষা মৌসুমে পানি জমে কর্দমাক্ত রাস্তায় চলাচলের অনুপোযোগি হয়ে পড়তো। তাই স্থানীয় মানুষের  দীর্ঘদিনের দাবি এই  রাস্তাটি পাকাকরণ করে দেয়ায়  পাবনা-২ আসনের সংসদ সদস্য আহমেদ ফিরোজ কবিরকে ধন্যবাদ জানান ঐ এলাকার সর্বস্তরের মানুষ।  সংশ্লিষ্ট সুত্রে জানাযায়   এলজিইডি এর বাস্তবায়নে প্রায় ১ কোটি ১০ লক্ষ টাকা ব্যয়ে হোগলাডাঙ্গি হতে পদ্মা নদী পর্যন্ত নতুন এ রাস্তা পাকাকরণ করা হবে।