সুজানগর(পাবনা)প্রতিনিধিঃ সুজানগর থানার নবাগত ওসি মো:আব্দুল হাননান এর সঙ্গে স্থানীয় সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুর ১২টায় থানার সভাকক্ষে অনুষ্ঠিত মতবিনিয় সভায় বক্তব্যে নবাগত ওসি বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ । পুলিশ ও সাংবাদিক কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করলে সমাজ থেকে মাদক,সন্ত্রাস,ধর্ষণ,নারী নির্যাতন,বাল্যবিবাহ,চাঁদাবাজিসহ সব ধরণের অপরাধ কমে যাবে। এ সময় তিনি উপজেলার সকল প্রকার অপরাধমূলক কর্মকান্ড দমন করতে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নের লক্ষ্যে সকলের সহযোগিতা কামনা করেন। মতবিনিময় সভায় সুজানগরের প্রবীণ সাংবাদিক ও সাপ্তাহিক পল্লীগ্রাম পত্রিকার সম্পাদক আব্দুস শুকুর, প্রবীণ সাংবাদিক মোহাম্মদ আলী,সুজানগর প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক প্রতিদিনের সংবাদের উপজেলা প্রতিনিধি শাহজাহান আলী , সুজানগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক যুগান্তরের উপজেলা প্রতিনিধি এম এ আলিম রিপন, প্রেসক্লাবের সদস্য ও দৈনিক খোলা কাগজের উপজেলা প্রতিনিধি শরিফুল ইসলাম, জামিলুর রহমান,মাসুদুর রহমান সহ অন্যান্য সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। পাবনার পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খান,বিপিএম কর্তৃক স্বাক্ষরিত এক আদেশে সুজানগর থানার নতুন অফিসার ইনচার্জ(ওসি) হিসেবে আব্দুল হাননান কে পদায়ন করা হলে তিনি সাবেক ওসি মিজানুর রহমানের স্থলাভিষিক্ত হয়ে শুক্রবার(১১ ফেব্রয়ারী) সংশ্লিষ্ট থানার দায়িত্বভার গ্রহণ করেন। এর আগে ওসি আব্দুল হাননান পাবনা ডিবি পুলিশের ওসি হিসেবে কর্মরত ছিলেন। তিনি ২৭ ব্যাচে ২০০৩ সালে সর্বপ্রথম পুলিশ বাহিনীতে যোগদান করেন। তার গ্রামের বাড়ি পিরোজপুর জেলার নাজিরপুরে। ব্যক্তিগত জীবনে সুজানগর থানার নবাগত ওসি মো:আব্দুল হাননান বিবাহিত এবং তিনি এক পুত্র ও এক কন্যা সন্তানের জনক।