২০শে জুলাই, ২০২৫ 🔻 ৫ই শ্রাবণ, ১৪৩২🔻 ২৪শে মহর্‌রম, ১৪৪৭

সুজানগরে সড়কে প্রাণ ঝরল শিশুর

শেয়ার করুন:

সুজানগর(পাবনা) প্রতিনিধি ঃ সুজানগর  পৌর শহরের মোহাম্মাদিয়া দাখিল মাদ্রাসার  কাছে ভ্যান চাপায় এক শিশু নিহত হয়েছে। বৃহস্পতিবার(২৬ নভেম্বর) দুপুর সাড়ে ১২ টার দিকে ভবানীপুর-হাসপাতালপাড়া সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশুর নাম আব্দুল্লাহ হেল সাফী (০৫)। সে পৌরসভার ২ নং ওয়ার্ডের হাসপাতালপাড়া এলাকার বাকী বিল্লাহর ছেলে। পুলিশ ও স্থানীয় লোকজনের ভাষ্য এদিন দুপুর সাড়ে ১২ টার দিকে নিজ বাড়ীর সামনে থেকে শিশুটি তার মায়ের সাথে পাবনা যাওয়ার জন্য ব্যাটারিচালিত ভ্যানে উঠতে গেলে বিপরীত দিক থেকে খড়বোঝাই একটি চলন্ত ব্যাটারিচালিত ভ্যান শিশুটিকে চাপা দেয়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে সুজানগর  স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশু আব্দুল্লাহ হেল সাফীকে মৃত ঘোষণা করে।