১৪ই জুলাই, ২০২৫ 🔻 ৩০শে আষাঢ়, ১৪৩২🔻 ১৮ই মহর্‌রম, ১৪৪৭

সুজানগরে ২১ বীর মুক্তিযোদ্ধার নামে সড়কের নামকরণ

শেয়ার করুন:

 

এম এ আলিম রিপনঃ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে সুজানগর পৌরসভার উদ্যোগে  শহীদ  বীর মুক্তিযোদ্ধা ও বীর মুক্তিযোদ্ধাদের নামে পৌর এলাকার  ২১টি সড়কের নামকরণের  উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১০ ডিসেম্বর)  প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে এ নামফলকের উদ্বোধন করেন সুজানগর পৌর মেয়র আলহাজ আব্দুল ওহাব।

সড়কগুলো হলো, পৌরসভার কলাবাজার হতে দুলালের মোড় সড়ক,মসজিদপাড়া ওয়াজ মাষ্টারের মোড় হতে আনোয়ারের বাড়ী পর্যন্ত সড়ক, সুজানগর হাইওয়ে রোড মোঃ হেলাল হাজীর বাড়ি হতে মথুরাপুর উচ্চ বিদ্যালয় পর্যন্ত সড়কটি বীর মুক্তিযোদ্ধা আহমেদ তফিজ উদ্দিন সড়ক, সুজানগর কলা বাজার হতে প্রফেসর পাড়া মোড় সড়ক বীর উত্তম একে খন্দকার সড়ক, উপজেলা গেট হতে মুজিব বাঁধ পর্যন্ত সড়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই সড়ক, সুজানগর বান্নাইপাড়া হতে চরভবানীপুর মুজিব বাঁধ পর্যন্ত সড়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ সড়ক, ভবানীপুর গণী দারোগার বাড়ী গতে আমজাদ হোসেনর বাড়ি পর্যন্ত সড়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুল গণী সড়ক,  চরসুজানগর মুজিব বাঁধ হতে নদীর পাড় পর্যন্ত সড়ক বীর মুক্তিযোদ্ধা ইয়াছিন আলী সড়ক,  মসজিদপাড়া ওয়াজ মাষ্টারের বাড়ি হতে আনোয়ার হোসেনের বাড়ি পর্যন্ত সড়ক বীর মুক্তিযোদ্ধা শহীদ আব্দুল আওয়াল সড়ক, মসজিদপাড়া হাজী মনোয়ার হোসেনের বাড়ী হতে কাজেম হোসেনের বাড়ী পর্যন্ত সড়ক বীর মুক্তিযোদ্ধা শহীদ আকবর আলী সড়ক, লদের মোড় হতে  বলরামপুর গুচ্ছগ্রাম পর্যন্ত সড়ক বীর মুক্তিযোদ্ধা মনসুর রহমান সড়ক, পল্টনের মোড় হতে বলরামপুর সড়ক বীর মুক্তিযোদ্ধা সাজেদুর রহমান সড়ক,কেষ্টপুর হতে বলরামপুর গুচ্ছগ্রাম মসজিদ পর্যন্ত সড়ক  বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান সড়ক,গোকুলপুর হতে হতে সিদ্দিকের বাড়ী পর্যন্ত সড়ক  বীর মুক্তিযোদ্ধা  ইমান আলী সড়ক, চরভবানীপুর মুজিব বাধ হতে পদ্মা নদী পর্যন্ত সড়ক বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান সড়ক, বেগুর মোড় হতে প্রফেসরপাড়া পর্যন্ত সড়ক বীর মুক্তিযোদ্ধা সুলতান মাহমুদ সড়ক, কুঠিপাড়া হতে মতিউর রহমানের বাড়ী পর্যন্ত সড়ক বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন সড়ক, থানার পাশ হতে রেজাউলের বাড়ী পর্যন্ত সড়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাতেন সড়ক, ডাকবাংলো মোড় হতে ফকিরের মোড় পর্যন্ত সড়ক বীর মুক্তিযোদ্ধা লিয়াকত আলী সড়ক,  উপজেলা গেট হতে খাদ্য গোডাউন হয়ে  কুিটপাড়া পর্যন্ত সড়ক ইব্রাহিম দুলাল সড়ক ও কুটিপাড়া গুচ্ছগ্রাম হতে খারপাড়া পর্যন্ত সড়ক বীর মুক্তিযোদ্দা আব্দুল হামিদ সড়ক সহ অন্যান্য সড়ক । এছাড়াও  এর আগে হাসপাতাল গেট হতে বাস টার্মিনাল হয়ে  মুজিব বাঁধ পর্যন্ত সড়ক সুজানগর উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান প্রয়াত আবুল কাশেমের নামে নামকরণের উদ্বোধন করা হয়।

উদ্বোধনকালে  অন্যদের মধ্যে সুজানগর উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ডাঃ সুফিয়া খানম শোভা, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই, আব্দুল কাদের, শাহজাহান আলী মন্টু, আনিছুর রহমান,মনছুর রহমান ,চুন্নু, সমাজ সেবক ওয়াজেদ আলী,  পৌরসভার নির্বাহী প্রকৌশলী নাজমুল হক, পৌর কাউন্সিলর হাবিবুল্লাহ, পৌরসভার উপ সহকারী প্রকৌশলী মাহমাদুল হাসান, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সাইদুর রহমান,  সুজানগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম এ আলিম রিপন, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ সহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সুজানগর পৌর মেয়র আলহাজ আব্দুল ওহাব বলেন, মহান মুক্তিযুদ্ধে অসামান্য অবাদানের স্বীকৃতি স্বরুপ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকীতে এ সব সড়কের নামকরণ করা হয়েছে।##