২০শে জুলাই, ২০২৫ 🔻 ৫ই শ্রাবণ, ১৪৩২🔻 ২৪শে মহর্‌রম, ১৪৪৭

সুজানগরে ২ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা

শেয়ার করুন:

এম এ আলিম রিপন ঃ  সুজানগর পৌরসভা নির্বাচনে ৭নং ওয়ার্ডের মজনু শেখ ও ৯ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী হেলাল উদ্দিনের  মনোনয়ন বাতিল করেছেন রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার রওশন আলী। মঙ্গলবার  যাচাই-বাছাই শেষে তাদের প্রার্থীতা বাতিল করা হয়। আর ২ মেয়র প্রার্থী সহ ৪২ কাউন্সিল প্রার্থীর  প্রার্থীতা বৈধ ঘোষণা করা হয়। উল্লেখ্য  গত ২০ ডিসেম্বর মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে মেয়র পদে ২ জন, কাউন্সিলর পদে ৩৪ জন ও সংরক্ষিত মহিলা  কাউন্সিলর পদে ১০ জন প্রার্থী  মনোনয়নপত্র দাখিল করেন।  রিটার্নিং কর্মকর্তা রওশন আলী  জানান মেয়র পদে আওয়ামীলীগ-সমর্থিত প্রার্থী রেজাউল করিম রেজা ও বিএনপি-সমর্থিত প্রার্থী  কামরুল হুদা(কামাল  বিশ্বাস) মনোনয়নপত্র জমা দেন। এছাড়া  মোট ৯টি সাধারণ  ওয়ার্ডে কাউন্সিলর পদে ৩৪ জন, ৩ টি সংরক্ষিত ওয়ার্ডে মহিলা কাউন্সিলর পদে ১০ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেন। প্রার্থীতা প্রত্যাহার ২৯ ডিসেম্বর এবং ১৬ জানুয়ারী-২০২১ তারিখ ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। উপজেলা  নির্বাচন কর্মকর্তা  ফাতেমা খাতুন জানান সুজানগর পৌরসভার ১০,২৬১জন পুরুষ ও ১০,২২৩ জন নারী সহ সর্বমোট ২০,৪৮৪ জন ভোটার এবারের পৌর নির্বাচনে তারা তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।এবং  পৌরসভার ৯টি ওয়ার্ডের ১০টি ভোটকেন্দ্রের ৫৮টি কক্ষের মাধ্যমে এ ভোট অনুষ্ঠিত হবে।