১৫ই জুন, ২০২৫ 🔻 ১লা আষাঢ়, ১৪৩২🔻 ১৮ই জিলহজ, ১৪৪৬

সুজানগর ইউপি নির্বাচন ৮টি নৌকা, ২টি স্বতন্ত্র প্রার্থী বিজয়ী

শেয়ার করুন:

সুজানগর প্রতিনিধিঃ   গত ১১ নভেম্বর দ্বিতীয় দফায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে পাবনার সুজানগরে ১০টি ইউনিয়নে ৮টিতে নৌকার প্রার্থী  ও ২টিতে স্বতন্ত্র প্রার্থী বেসকারীভাবে নির্বাচিত হয়েছেন।  ইউনিয়নগুলোর মধ্যে ভায়ড়া ইউনিয়নে আমিন উদ্দিন ( নৌকা) তাতীবন্দ ইউনিয়নে মতিন মৃর্ধা ( নৌকা), মানিকহাট ইউনিয়নে শফিউল ইসলাম (নৌকা), দুলাই ইউনিয়নে সিরাজুল ইসলাম শাহজাহান (নৌকা), সাতবাড়িয়া ইউনিয়নে আবুল হোসেন (স্বতন্ত্র), হাটখালী ইউনিয়নে ফিরোজ আহম্মেদ(স্বতন্ত্র,) সাগরকান্দি ইউনিয়নে শাহীন চৌধুরী (নৌকা,) রানীনগর ইউনিয়নে   তৌফিকুল আলম পিযুষ (নৌকা), নাজিরগঞ্জ ইউনিয়নে  মশিউর রহমান (নৌকা,) আহম্মদপুর ইউনিয়নে কামাল হোসেন মিয়া (নৌকার)প্রার্থী বেসরকারীভাবে বিজয়ী হয়েছেন। পরে বিস্তারিত আসছে।