১৪ই জুলাই, ২০২৫ 🔻 ৩০শে আষাঢ়, ১৪৩২🔻 ১৮ই মহর্‌রম, ১৪৪৭

সুজানগর দরিদ্র মানুষদের মাঝে শীতবস্ত্র বিতরণ

শেয়ার করুন:

এম এ আলিম রিপনঃ পাবনা সদর উপজেলার চরতারাপুর ও সাদুল্লাপুর ইউনিয়নের অসহায় দরিদ্র মানুষদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে। মানবিক বাংলাদেশ সোসাইটি পাবনা জেলা শাখার উদ্যোগে শুক্রবার বিকালে স্থানীয় দুবলিয়া উচ্চ বিদ্যালয় মাঠে পাঁচশত জন অসহায় দরিদ্র মানুষদের মাঝে এ শীতবস্ত্র বিতরণ করা হয়। মানবিক বাংলাদেশ সোসাইটি পাবনা জেলা শাখার সভাপতি  আরমান হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এহসানুল বারী বনি’র সঞ্চালনায় শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পাবনা সদর উপজেলা আওয়ামীলীগের সদস্য, মানবিক বাংলাদেশ সোসাইটি পাবনা জেলা শাখার উপদেষ্টা সদস্য ও  চরতারাপুর ইউনিয়নের বিশিষ্ট সমাজ সেবক মোঃ সিদ্দিকুর রহমান খান। আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন দুবলিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাদুল্লাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুল কুদ্দুস মুন্সী, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ পাবনা জেলা শাখার সভাপতি আহমেদ শরীফ ডাবলু, সাদুল্লাপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক  রইচ উদ্দিন খান, বাংলাদেশ আওয়ামী যুব মহিলা লীগ পাবনা জেলা শাখার সহ সভাপতি আইরিন কিবরিয়া,অর্থ সম্পাদক আশা, পাবনা সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক রুমানা আক্তার মিতু, সাদুল্লাপুর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি জয় মাহমুদ জিয়া, চরতারাপুর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি  মোস্তাফা কামাল, সাদুল্লাপুর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক বদরুদ্দোজা খান মানিক, মানবিক বাংলাদেশ সোসাইটি পাবনা জেলা শাখার সহ-সভাপতি লিটন,সাংগঠনিক সম্পাদক রিতু হিজরা ও চরতারাপুর ইউনিয়ন আওয়ামীলীগ নেতা রবিউল ইসলাম রবি । অন্যদের মধ্যে বক্তব্য রাখেন স্থানীয় আওয়ামীলীগ নেতা  রেজাউল করিম রতন,ইকবাল হোসেন,সুজন আলী খান ও চরতারাপুর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক নিরব হোসেন প্রমুখ।