১৭ই জুন, ২০২৫ 🔻 ৩রা আষাঢ়, ১৪৩২🔻 ২০শে জিলহজ, ১৪৪৬

সুজানগর পৌরসভার অসহায় পরিবার পেল খাদ্য সহায়তা

শেয়ার করুন:

এম এ আলিম রিপনঃ সুজানগর পৌরসভার নয়টি ওয়ার্ডের  এক হাজার অসহায় পরিবারকে করোনাকালীন মানবিক খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। সুজানগর পৌরসভার আয়োজনে বৃহস্পতিবার সুজানগর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে সরকারি এ খাদ্য সহায়তা প্রদান কার্যক্রমের উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মো.রওশন আলী। পৌর মেয়র রেজাউল করিম রেজার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে  এ সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নাজমুল হুদা, পৌর সচিব গোলাম নবী, ট্যাগ অফিসার সাইদুল ইসলাম, পৌর কাউন্সিলর মুশফিকুর রহমান সহ অন্যান্য কাউন্সিলর,সুজানগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক যুগান্তরের উপজেলা প্রতিনিধি এম এ আলিম রিপন প্রমুখ উপস্থিত ছিলেন। সংশ্লিষ্ট সুত্রে জানা যায়  সরকারি খাদ্য সহায়তা হিসেবে  প্রত্যেক জনকে জি আর এর ১০ কেজি করে চাল  প্রদান করা হয়।