এম এ আলিম রিপন ঃ সুজানগর পৌরসভায় করোনার দ্বিতীয় ডোজের গণটিকাদান কার্যক্রম শুরু করা হয়েছে। মঙ্গলবার সকালে পৌরসভার ভবানীপুর পূর্বপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে কোভিট-১৯ এর দ্বিতীয় ডোজ টিকাদান কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সুজানগর পৌর মেয়র রেজাউল করিম রেজা। এ সময় উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্রী সুবোধ কুমার নটো, পৌর কাউন্সিলর আব্দুর রহিম, সুজানগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক যুগান্তরের উপজেলা প্রতিনিধি এম এ আলিম রিপন,পৌরসভার টিকাদানকারী সুপারভাইজার দেলোয়ার হোসেন ও পৌরসভার কঞ্জারভেন্সী ইনস্পেক্টর হাসান উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন। কোভিট-১৯ এর দ্বিতীয় ডোজ টিকাদান কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধনকালে পৌর মেয়র রেজাউল করিম রেজা কেন্দ্রের নির্ধারিত কক্ষে সামাজিক দূরত্ব বজায় রেখে স্বাস্থ্যবিধি মেনে সকলকে টিকা নেয়ার আহŸান জানান । উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ হাবিবুর রহমান জানান, ক্যাম্পেইনের আওতায় মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) সুজানগর পৌরসভায় একটি কেন্দ্র সহ উপজেলার ১০টি ইউনিয়নের ১০টি কেন্দ্রের মাধ্যমে করোনার দ্বিতীয় ডোজের গণটিকা কর্মসূচির শুরু করা হয়েছে। প্রতিটি কেন্দ্রে নারী ও পুরুষের আলাদা ৩টি করে বুথের মাধ্যমে ৬শ জনকে এ টিকা প্রদান করা হচ্ছে। আর প্রতিটি কেন্দ্রে ১ জন সুপারভাইজার,৬ জন ঠিকাদানকারী ও ৯জন করে স্বেচ্ছাসেবী কাজ করছেন।
Post Views: 14