এম এ আলিম রিপনঃ বর্ষা মৌসুমকে সামনে রেখে সুজানগর পৌরসভার ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নে ড্রেনের পরিস্কার-পরিচ্ছন্নতা কাজের উদ্বোধন করা হয়েছে। শনিবার সকালে পৌরসভার ২ নং ওয়ার্ডের ভবানীপুর পূর্বপাড়া এলাকায় এ ড্রেনেজ ব্যবস্থার পরিস্কার-পরিচ্ছন্নতা কাজের উদ্বোধন করেন সুজানগর পৌরসভার মেয়র রেজাউল করিম রেজা। এ সময় তিনি বলেন, বর্তমান পৌর পরিষদ পৌরসভার প্রতিটি নাগরিকের সর্বোচ্চ সুবিধা প্রদানে নিরলসভাবে কাজ করছে। এরই ধারাবাহিকতায় আসন্ন বর্ষা মৌসুমে যাতে কাউকে জলাবদ্ধতার ফলে দুর্ভোগ পোহাতে না হয় সেজন্য এখন থেকেই বিশেষ ভাবে শহরের সবগুলো ড্রেন পরিষ্কার করা হচ্ছে। তিনি বলেন পৌরসভাকে সুন্দর করা শুধু পৌর পরিষদের কাজ নয়। পৌর নাগরিকদেরকেও দায়িত্ব পালন করতে হবে,সচেতন হতে হবে। তিনি এ সময় ড্রেনের উপর অথবা যত্রতত্র ময়লা-আবর্জনা ফেলা থেকে বিরত থাকতে সকলের প্রতি উদাত্ত আহ্বান জানান। উদ্বোধনকালে সুজানগর পৌরসভার ২ নং ওয়ার্ডের কাউন্সিলর আব্দুর রহিম, পৌরসভার কঞ্জারভেন্সী ইন্সপেক্টর হাসান সহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।##