এম এ আলিম রিপন ঃ আসন্ন সুজানগর পৌরসভা নির্বাচনে চূড়ান্ত প্রার্থী হিসেবে উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও পাবনা জেলা পরিষদ সদস্য রেজাউল করিম রেজা কে মনোনয়ন দিয়েছে আওয়ামীলীগ। শুক্রবার (১৮ ডিসেম্বর) আওয়ামী লীগ সংসদীয় বোর্ড ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়। এ বিষয়ে দলীয় প্রার্থী রেজাউল করিম রেজা বলেন, পৌরসভার নির্বাচনে দলীয় মনোনয়ন পাওয়ায় আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। সেই সঙ্গে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি আওয়ামীলীগ সভাপতি শেখ হাসিনার প্রতি। আশা করছি সুজানগর পৌরবাসী আমাকে মেয়র পদে নির্বাচিত করে আধুনিক পৌরসভা গড়ার সুযোগ করে দিবেন। সুজানগর উপজেলা নির্বাচন কর্মকর্তা ফাতেমা খাতুন জানান সুজানগর পৌরসভার ১০,২৬১জন পুরুষ ও ১০,২২৩ জন নারী সহ সর্বমোট ২০,৪৮৪ জন ভোটার এবারের পৌর নির্বাচনে তারা তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।এবং পৌরসভার ৯টি ওয়ার্ডের ১০টি ভোটকেন্দ্রের ৫৮টি কক্ষের মাধ্যমে এ ভোট অনুষ্ঠিত হবে।
Post Views: 19