সুজানগর(পাবনা)প্রতিনিধিঃ দৈনিক প্রথম আলোর সাংবাদিক রোজিনা ইসলামকে গ্রেফতার ও হেনস্থার প্রতিবাদ ও মুক্তির দাবিতে সুজানগরে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার(১৯ মে) দুপুরে সুজানগর প্রেসক্লাবের উদ্যোগে প্রেসক্লাব কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। সুজানগর প্রেসক্লাবের সভাপতি শাহজাহান আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম এ আলিম রিপন এর সঞ্চালনায় প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন প্রবীন সাংবাদিক আব্দুস শুকুর,সাংবাদিক তরিত কুমার কুন্ডু, আব্দুল বাছেত বাচ্চু, মাহে আলম টিপু, শরিফুল ইসলাম,বিজন কুমার পাল ও ফিরোজ রানা প্রমুখ। প্রতিবাদ সভায় বক্তরা প্রথম আলোর সিনিয়র সাংবাদিক রোজিনা ইসলামকে গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে দোষিদের শাস্তি দাবি করেন।
Post Views: 11