২২শে জুন, ২০২৫ 🔻 ৮ই আষাঢ়, ১৪৩২🔻 ২৫শে জিলহজ, ১৪৪৬

সুজানগর মাদরাসার উন্নয়নমূলক কাজ পরিদর্শন

শেয়ার করুন:

সুজানগর প্রতিনিধিঃ সুজানগর পৌর সদরে অবস্থিত ঐতিহ্যবাহী মোহাম্মাদিয়া দাখিল মাদরাসার বিভিন্ন উন্নয়নমূলক কাজ পরিদর্শন করলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন ও পৌরসভার  নব নির্বাচিত মেয়র রেজাউল করিম রেজা। সোমবার দুপুরে পরিদর্শনকালে এ সময় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সাইফুল ইসলাম,একাডেমিক সুপারভাইজার মনোয়ার হোসেন, উপজেলা আওয়ামীলীগের উপ-দপ্তর সম্পাদক রেজা মন্ডল,উপজেলা আওয়ামীলীগের সদস্য মাহমুদ্দুজ্জামান মানিক সহ শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা কমিটির অন্যান্য সদস্য ও শিক্ষকমন্ডলী উপস্থিত ছিলেন। এদিন মাদরাসা পরিদর্শনে গেলে প্রথমেই উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান  শাহীন ও সুজানগর পৌরসভার  নব নির্বাচিত মেয়র রেজাউল করিম রেজা কে ফুলেল শুভেচ্ছা জানান মোহাম্মাদিয়া দাখিল মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি একিউএম শামসুজ্জোহা বুলবুল ও মাদরাসার সুপার মাওলানা মাহাতাব উদ্দিন। পরিদর্শনকালে মাদরাসা পরিচালনা কমিটির সদস্য,শিক্ষকমন্ডলী সহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের ব্যক্তিদের সাথে নিয়ে মাদরাসার সার্বিক উন্নয়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন   উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন ও পৌরসভার  নব নির্বাচিত মেয়র রেজাউল করিম রেজা।