সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি:
ঈদ শেষে ঘরমুখো যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে পাবনার সাঁথিয়ায় বিভিন্ন যানবাহনে অভিযান চালিয়েছে সেনাবাহিনী। মঙ্গলবার (৯ জুন) রাতভর এই অভিযান পরিচালনা করেন সাঁথিয়া সেনা ক্যাম্পের ওয়ারেন্ট অফিসার ঈমান আলীর নেতৃত্বে একটি দল।
অভিযানটি সাঁথিয়া সিএনবি থেকে কাশিনাথপুর পর্যন্ত বিস্তৃত ছিল। অভিযানে বিভিন্ন বাস কাউন্টার থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের প্রমাণ পাওয়ায় পাঁচজন টিকিট মাষ্টারকে আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন—খন্দকার আলমগীর, মোহাম্মদ শামীম মোল্লা, মোহাম্মদ আব্দুল বাসেত, মোহাম্মদ রবিউল ইসলাম ও মোঃ আব্দুর রহমান।
পরে সাঁথিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রিজু তামান্নার নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। আদালত ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪০ ধারায় প্রত্যেককে ১৫ হাজার টাকা করে মোট ৭৫ হাজার টাকা জরিমানা করেন।
প্রশাসনের এ ধরনের অভিযানে যাত্রীরা স্বস্তি প্রকাশ করেছেন এবং নিয়মিত নজরদারি চালানোর দাবি জানিয়েছেন।