১৭ই জুন, ২০২৫ 🔻 ৩রা আষাঢ়, ১৪৩২🔻 ২০শে জিলহজ, ১৪৪৬

স্বপ্নময় সাঁথিয়ার উদ্যোগে অসহায় নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ

শেয়ার করুন:

 সাঁথিয়া(পাবনা)প্রতিনিধিঃ পাবনার সাঁথিয়ায় ফেসবুক গ্রুপ “স্বপ্নময় সাঁথিয়ার” উদ্যোগে উপজেলার  বিভিন গ্রামে অসহায় গ্রামীণ দুঃস্থ নারীদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষে বিনামুল্যে লক্ষাধিক টাকার সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।

জানা যায়,  পুরো রমজান মাস ধরে তারা উপজেলার বিভন্ন এলাকায় গিয়ে তাদের সদস্যদের মাধ্যমে অসহায় মানুষ খুঁজে বের করে। তাদের সদস্য এবং এডমিনদের অর্থায়নে ১৫টি সেলাই মেশিন ক্রয় করে। পরে উপজেলার  বিভিন্ন গ্রামের  অসহায় গ্রামীণ দুঃস্থ নারীদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষে বিনামুল্যে ১৫ জন নারীকে লক্ষাধিক টাকার সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।

স্বপ্নময় সাঁথিয়ার এডমিন ডাক্তার আব্দুস  শুকুর রঞ্জন জানান, গত বছর সবার সার্বিক সহযোগিতায় ১৬০ জন অসহায় পরিবারের মাঝে ঈদ আনন্দ বহাল রাখতে ১০০০ করে নগদ অর্থ উপহার হিসাবে দেওয়া হয়েছিল। গত বছরের পরিস্থিতি বিবেচনায় সিদ্ধান্ত সঠিক হলেও এরুপ সহায়তার উপকার ১ দিনের বেশি স্থায়ী হয় না। তাই এবার আমরা নিয়েছি ভিন্ন ধর্মী এক আয়োজন যার নাম দিয়েছি সহযোগিতা নয় স্বাবলম্বিতা চাই। তিনি সাঁথিয়ার উন্নয়নের জন্য সাঁথিয়ার সকল স্তরের মানুষের সহযোগিতা কামনা করছেন।

সেলাই মেশিন বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন স্বপ্নময় সাঁথিয়ার এডমিন ডাক্তার আব্দুস শুকুর, প্রভাষক আব্দুল হাই, সিনিয়র এডমিন সাংবাদিক ফারুক হোসেন, ডাক্তার সৈকত শিশির, সমাজ সেবক আব্দুল হাকিম, রফিকুল ইসলাম, আলহাজ উদ্দিন, মোরসালিন ইসলাম, তমাল আহমেদ  প্রমূখ।##