ফারুক হোসেনঃ পাবনার সাঁথিয়ায় ফেসবুক গ্রুপ স্বপ্নময় সাঁথিয়ার উদ্যোগে রবিবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে করোনাজয়ী ইউএনও এস এম জামাল আহমেদকে ফুলেল শুভেচ্ছা দিলেন গ্রুপের পক্ষথেকে সাংবাদিক,এডমিন এবং মডারেটর।
জানা যায়,করোনাকালে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছিলেন তিনি। লকডাউনে জীবনের ঝুঁকি তুচ্ছ করে বাড়ি বাড়ি খাদ্যসামগ্রী পৌঁছে দিয়েছেন। দাঁড়িয়েছেন কর্মহীন অনেক দুস্থ পরিবারের পাশে। সর্বশেষ সন্তানসম্ভবা এক মানসিক প্রতিবন্ধী নারীকে পুনর্বাসনের ব্যবস্থা করে দিয়ে হয়েছেন ব্যাপক প্রশংসিত। বলছিলাম পাবনার সাঁথিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম জামাল আহমেদের কথা। করোনাকালের সম্মুখযোদ্ধা এই মানুষটি ১৪ আগস্ট কোভিড-১৯-এ আক্রান্ত হয়েছিলেন।আল্লাহর অশেষ রহমতে তিনি এখন সম্পুর্ন সুস্থ হয়ে সাঁথিয়ার মানুষের সেবা দিয়ে যাচ্ছেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সাঁথিয়া প্রেসক্লাবের সভাপতি জয়নুল আবেদীন রানা, গ্রুপের সিনিয়র এডমিন সাংবাদিক ফারুক হোসেন, সাংবাদিক আবু সামা, এডমিন আশরাফুল ইসলাম ও আজিম উদ্দিন প্রমুখ।