স্বাধীনতা বিরোধী চক্র এখনো দেশের বিরুদ্ধে চক্রান্ত করে চলেছে বলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি ও পাবনা ১ আসনের সংসদ সদস্য শামসুল হক টুকু। স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষের বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভায় বক্তব্য কালে তিনি একথা বলেন।
স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষের বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করেন পাবনার ঢালারচর ইউনিয়ন আওয়ামী লীগ।ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে মিছিল এসে আলোচনা সভায় সমবেত হয়।সে সময় আলোচনা সভাটি জনসভায় রুপ নেয়
উক্ত আলোচনা সভার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী,পাবনা ১ আসনে সংসদ সদস্য এ্যডভোকেট শামসুল হক টুকু এমপি।এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেড়া উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শ্রী বাবু অনিল কুমার সাহা।
এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পাবনা ২ আসনের সংসদ সদস্য আহমেদ ফিরোজ কবির এমপি ও নবনির্বাচিত বেড়া পৌর মেয়র এস এম আসিফ শামস রঞ্জন।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত জনতার উদ্দেশ্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি ও পাবনা ১ আসনের সাংসদ সদস্য এডভোকেট শামসুল হক টুকু বলেন,আওয়ামী লীগ সরকার মানেই উন্নয়নের সরকার যুদ্ধ পরবর্তী সময় থেকে আজ পর্যন্ত আওয়ামী লীগের উন্নয়নের বাধা সৃষ্টি করেছে চলেছে স্বাধীনতা বিরোধী শক্তি কিন্তূ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকল স্বরযন্ত্রকে প্রতিহত করে বঙ্গবন্ধুর সোনার বাংলায় অভাবনীয় উন্নয়ন করে চলেছে ঠিক যেমনটি এই ঢালারচরের উন্নয়ন হয়েছে।এখানে আজ পাকা রাস্তা হয়েছে,রেলস্টেশন হয়েছে,চরের মানুষ উন্নত মানের জীবন যাপন করছেন যা কি না বিষ বছর আগে এলাকার মানুষ কখনো সপ্নেও ভাবে নি।তাই সরকারের অভাবনীয় উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে নৌকায় ভোটের কোন বিকল্প নাই।আগামী ৫ তারিখের ইউপি নির্বাচনে নৌকা প্রতিকে ভোট দিয়ে চেয়ারম্যান নির্বাচিত করবেন আমি বিশ্বাস করি।
উক্ত স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষের বিজয় দিবসের আলোচনা সভার সভাপতিত্ব করেন ঢালারচর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ও টানা তিনবারের ইউপি চেয়ারম্যান আলহাজ্ব কোরবানই আলী সরদার।সে সময় তিনি ভোটারদের উদ্দেশ্য বলেন,আমি ঢালারচর ইউনিয়ন পাবনা জেলার মধ্যে উন্নত মানের ইউনিয়ন বানিয়েছি এখানে ঢালারচর এক্সপ্রেস রেলস্টেশন থেকে শুরু করে উন্নত মানের জীবন যাপনের ব্যাবস্থা করেছি প্রধানমন্ত্রীর হাত ধরে। তাই আমাকে আবার চেয়ারম্যান নির্বাচিত করে অসামপ্ত কাজ করার সুযোগ করে দিন