২২শে জুন, ২০২৫ 🔻 ৮ই আষাঢ়, ১৪৩২🔻 ২৫শে জিলহজ, ১৪৪৬

স্বামীর মৃত্যুর খবরে স্ত্রীরও মৃত্যুকোলে ঢলে পড়েন

শেয়ার করুন:

 

সাঁথিয়া(পাবনা)প্রতিনিধিঃ গত বৃহস্পতিবার(০৩ ফেব্রুয়ারী) দিবাগত মধ্যরাতে  জীবন দাস(৪৫) ও তার স্ত্রী জনি দাস(৪০) নামের স্বামী-স্ত্রীর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।  

এলাকাবাসী সূত্রে জানা যায়, জীবন দাস ও তার স্ত্রী জনি দাস ১ ছেলে  মেয়েসহ বেড়া সুইপার পট্টি থেকে সাঁথিয়া উপজেলার  করমজা ঋষিপাড়ায় থাকতেন। উপজেলার করমজা ঋষিপাড়ায় থাকতেন জীবন দান।গত বৃহস্পতিবার দিনগত রাতে জীবন দাস স্টোক করেন। এসময় স্বজনেরা জীবন দাসকে দ্রুত রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসাধীন অবস্থায় ওই দিনগত মধ্যরাতে সে মারা যায়। স্বামীর মৃত্যুর খবর পেয়ে  স্ত্রী জনি দাস শোকে পাথর হয়ে পড়েন। ওই রাতেই তিনিও স্টোক করে মৃত্যুর কোলে ঢলে পড়েন। স্বামী-স্ত্রীর মৃত্যুতে আকাশ-বাতাস ভারি হয়ে উঠে ও এলাকায় শো কের ছায়া নেমে আসে।

সাঁথিয়া থানার ওসি আসিফ সিদ্দিকুল ইসলাম জানান, বৃহস্পতিবার দিনগত রাতে জীবন দাস স্ট্রোকজনিত কারনে রাজশাহী মেডিক্যাল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তার এমন মৃত্যুর খবর শুনে  স্ত্রী জনি দাসও স্ট্রোক করে মারা যায়।