২২শে জুন, ২০২৫ 🔻 ৮ই আষাঢ়, ১৪৩২🔻 ২৫শে জিলহজ, ১৪৪৬

স্বৈরাচারপন্থী বই অভিযোগে গ্রন্থাগারের বই পুড়িয়ে দিলো শিক্ষার্থীরা

শেয়ার করুন:

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার পৌর এলাকার শেরখালি পাড়ায় অবস্থিত বঙ্গবন্ধু মহিলা ডিগ্রি কলেজ অবস্থিত অস্থায়ী ক্যাম্পাস থেকে বই বের করে পুড়িয়ে দিয়েছে বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষার্থী। ২৭ এপ্রিল রবিবার বিকেলে সাধারণ শিক্ষার্থী পরিচয়ে গ্রন্থাগারে গিয়ে বঙ্গবন্ধু এবং আওয়ামী লীগ সংশ্লিষ্ট লেখা সংবলিত বই আছে অভিযোগ তুলে গ্রন্থাগার থেকে শতাধিক বই বের করে গ্রন্থাগারের সামনের রাস্তায় আগুন ধরিয়ে দেয়। এসময় স্থানীয় গণমাধ্যমকর্মীরা গ্রন্থাগারের সামনে গেলে চলে যায় শিক্ষার্থীরা। ঘটনাটি জানতে চাইলে নাম প্রকাশে অনিচ্ছুক রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের দুইজন শিক্ষার্থী জানান, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারে ৫ আগস্টের পরে বঙ্গবন্ধু এবং আওয়ামী লীগ সংশ্লিষ্ট কোন বই ছিল না। এদিন বিকেলে পড়তে এসে শিক্ষার্থীরা গ্রন্থাগারে তারা বঙ্গবন্ধু এবং আওয়ামী লীগ পন্থী শতশত বই দেখতে পান। তাই বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বইগুলো বের করে আগুন জ্বালিয়ে দেয়। এসময় তারা আরও অভিযোগ করে বলেন, হঠাৎ করে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারে এসমস্ত স্বৈরাচারপন্থী বই আসা কোন স্বাভাবিক ঘটনা নয়। পরিকল্পিত ভাবে স্বৈরাচারের দোসরের আওয়ামী লীগকে প্রতিষ্ঠা করতে পরিকল্পিত ভাবে এ কাজ করেছে বলেও অভিযোগ করেন। গ্রন্থাগারে থাকা আওয়ামী লীগ ও বঙ্গবন্ধু সংশ্লিষ্ট আরও যে সমস্ত বই আছে তা অপসারণের দাবী করে ভিসির কাছে লিখিত আবেদন করবেন বলেও জানান শিক্ষার্থীরা।এ বিষয়ে গ্রন্থাগারে দায়িত্বে থাকা পিয়ন আব্দুল মজিদ সংবাদকর্মীদের গ্রন্থাগারে না ঢোকার জন্য অনুরোধ করেন এবং সংশ্লিষ্ট দপ্তরের কেউ বক্তব্য প্রদান করবেন না বলেও জানান।