ইসলাম ধর্মাবলম্বীদের অন্যতম বৃহৎ ধর্মীয় সমাবেশ হজের আনুষ্ঠানিকতা আজ শনিবার (৭ জুন) থেকে শুরু হয়েছে। বিশ্বের নানা প্রান্ত থেকে আসা লাখো মুসলমান আজ মিনায় অবস্থান করছেন। কাল রোববার (৮ জুন) পবিত্র আরাফাতের ময়দানে সমবেত হয়ে তারা হজের মূল আনুষ্ঠানিকতা পালন করবেন।
সৌদি আরবের সময় অনুযায়ী শনিবার সকালে হজযাত্রীরা পবিত্র মক্কা নগরী থেকে প্রায় ৮ কিলোমিটার দূরে মিনায় রওনা হন। সেখানে তাঁরা রাত যাপন করবেন। এর পরদিন সূর্যোদয়ের পর তারা আরাফাত ময়দানে যাবেন, যেখানে অনুষ্ঠিত হবে হজের অন্যতম প্রধান আনুষ্ঠানিকতা—আরাফাতের খুতবা এবং একত্রে জোহর ও আসরের নামাজ আদায়।
ধর্মীয় বিধান অনুযায়ী, আরাফাতের ময়দানে অবস্থান ছাড়া হজ পূর্ণ হয় না। আরাফাত দিবসকে ‘হজের দিন’ হিসেবেই গণ্য করা হয়।
হজের আরেক গুরুত্বপূর্ণ আনুষ্ঠানিকতা মুজদালিফায় রাত যাপন ও পাথর সংগ্রহ, যা আরাফাত থেকে ফেরার পথে সম্পন্ন করা হবে। এরপর হাজিরা মিনায় ফিরে জামারাতে শয়তানকে পাথর নিক্ষেপ, কোরবানি এবং কাবা শরিফ তাওয়াফসহ অন্যান্য নিয়ম পালন করবেন।
এ বছর সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের তথ্যমতে, বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রায় ২০ লাখ মুসল্লি অংশ নিচ্ছেন। চলতি বছর বাংলাদেশ থেকে মোট ৮৭ হাজার ১০০ জন হজযাত্রী সৌদি আরবে গেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৫,২০০ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৮১,৯০০ জন হজ পালন করছেন । ৩১ মে পর্যন্ত ২১৯টি ফ্লাইটে ৮৫,১৬৪ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন । হজের আনুষ্ঠানিকতা শেষে হাজিদের ফিরতি ফ্লাইট ১০ জুন থেকে শুরু হয়ে ১০ জুলাই পর্যন্ত চলবে ।
বাংলাদেশ হজ মিশনের তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত বাংলাদেশি হজযাত্রীরা মক্কা ও মদিনায় নিরাপদে অবস্থান করছেন এবং তারা হজের প্রস্তুতিমূলক আনুষ্ঠানিকতা সফলভাবে সম্পন্ন করেছেন।