২০শে জুলাই, ২০২৫ 🔻 ৫ই শ্রাবণ, ১৪৩২🔻 ২৪শে মহর্‌রম, ১৪৪৭

হজে গিয়ে ২৯ বাংলাদেশির মৃত্যু এবং চিকিৎসাধীন রয়েছেন ১৯০–২৪০জন হাজি

শেয়ার করুন:

সৌদি আরবে পবিত্র হজ পালন করতে গিয়ে বাংলাদেশি হজযাত্রীদের মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৯ জনে। ধর্ম মন্ত্রণালয়ের হজ পোর্টালের তথ্য অনুযায়ী, রবিবার (১৫ জুন) পর্যন্ত মৃত্যুবরণ করা হাজিদের মধ্যে রয়েছেন ২৫ জন পুরুষ ও ৪ জন নারী। এর মধ্যে মক্কায় মারা গেছেন ১৯ জন, মদিনায় ৯ জন এবং পবিত্র আরাফায় ১ জন।

চলতি বছর সৌদি আরবে প্রচণ্ড তাপদাহ বিরাজ করছে। কখনো কখনো তাপমাত্রা ৫০ ডিগ্রি সেলসিয়াস ছুঁয়েছে। এই ভয়াবহ গরমে অনেক হজযাত্রী অসুস্থ হয়ে পড়েন, যার মধ্যে তাপজনিত অসুস্থতা ও হৃদরোগ প্রধান কারণ হিসেবে চিহ্নিত হয়েছে। সরকারের পক্ষ থেকে বারবার সতর্ক করা হলেও, অনেকে দীর্ঘ সময় রোদে অবস্থান করায় এই ধরনের মৃত্যুর ঘটনা ঘটছে।

ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে, চিকিৎসা সেবায় গাফিলতির কোনো সুযোগ নেই। হজ অফিসের চিকিৎসক দল ও সৌদি হাসপাতালগুলোতে প্রতিনিয়ত চিকিৎসা দেওয়া হচ্ছে। বর্তমানে বহু বাংলাদেশি হাজি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

যদিও গত বছরের তুলনায় মৃত্যুর হার কিছুটা কম, তবুও বিষয়টি উদ্বেগজনক। ২০২৩ সালে যেখানে মোট ১২১ জন হজযাত্রী মৃত্যুবরণ করেন, সেখানে চলতি বছর এই সংখ্যা এখনই ২৯-এ পৌঁছেছে। সরকারের পক্ষ থেকে নিয়মিত হজ ফ্লাইটের মাধ্যমে হাজিদের ফেরত আনা হচ্ছে। অনেকেই ইতোমধ্যে দেশে ফিরেছেন।

হজ ব্যবস্থাপনায় নিয়োজিত কর্তৃপক্ষ ও বিশেষজ্ঞরা বলছেন, হজের মতো গুরুত্বপূর্ণ একটি ইবাদত পালনের ক্ষেত্রে আবহাওয়ার বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। হজে যাওয়ার আগে শারীরিক প্রস্তুতি, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা এবং সচেতনতা বাড়ানো এখন জরুরি হয়ে উঠেছে।

একটি সুন্দর ও নিরাপদ হজ সম্পন্ন করতে হলে শুধু সরকারের নয়, হাজিদের পক্ষ থেকেও সতর্কতা ও সহনশীল আচরণ প্রয়োজন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।