সোমবার সকালে আতাইকুলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য দেন নিহতের মা আয়শা খাতুন, ছোট ভাই বাচ্চু, বোন জোস্না খাতুন। তারা বলেন, সাঁথিয়া উপজেলার ধোপাদহ গ্রামের তেতুলিয়া গ্রামে গত ২৫ সেপ্টেম্বর রাতে আটটার দিকে আঃ গফুরের ছেলে রবিউল ইসলামকে স্থানীয় সন্ত্রাসীরা গলা কেটে হত্যা করে। ঘটনায় নিহত রবিউলের ভাই বাচ্চু বাদী হয়ে মোস্তফা, আঃ ছালাম, ফয়জাল এর নামসহ অজ্ঞাত নামাদের আসামী করে মামলা করেন। পুলিশ নিহতের বড় ভাই রমজান আলীকে আসামী করে আদালতে প্রেরন করে। সংবাদ সম্মেলনে তারা অভিযোগ করেন রমজান আলী ভাই হত্যার সাথে জড়িত নয়। পুলিশ জোর পুর্বক তাকে আসামী করে আদালতে দিয়েছে বলে তারা জানান। তারা আরো অভিযোগ করেন প্রকৃত আসামীরা এলাকায় ঘুরে বেড়ালেও পুলিশ তাদের গ্রেপ্তার করছে না। তারা রমজানকে আসামী করার প্রতিবাদ করেন। সেই সাথে এজাহার ভুক্ত আসামীদের আটকের দাবী জানান।