সাঁথিয়া(পাবনা)প্রতিনিধিঃ পাবনার সাঁথিয়ায় শুক্রবার(২৯আক্টোবর) সকালে বাক ও শারীরিক প্রতিবন্ধী শিশু আলপনা(১৩)কে হুইলচেয়ার দিলেন উপজেলা নির্বাহী অফিসার এস এম জামাল আহমেদ। আলপনার উপজেলার কাশীনাথপুর ইউনিয়নের সোনাকোড়া গ্রামের ভূমিহীন কৃষি শ্রমিক আলাল শেখের মেয়ে ।
জানা গেছে, ইউএনও অফিসিয়াল কাজে কাশীনাথপুর গিয়ে জানতে পারেন শিশু আলপনা বাক ও শারীরিক প্রতিবন্ধী। তার পা দু’টি বিকলাঙ্গ হওয়ায় হুইলচেয়ার দিলেন এবং একটি প্রতিবন্ধী কার্ড করে দেয়ার আশ^াস দেন। হুইলচেয়ার পেয়ে আলপনার বাবা-মা ইউএনও’র প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন#
Post Views: 53