অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ ২০২৫-২৬ অর্থবছরের জন্য ৭ লাখ ৯০ হাজার কোটি টাকার প্রস্তাবিত বাজেট অনুমোদন করেছে। সোমবার (২ জুন) প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত এক বিশেষ বৈঠকে এই বাজেট অনুমোদন দেওয়া হয়।
এটি স্বাধীনতা-পরবর্তী ইতিহাসে প্রথম বাজেট, যা সংসদের বাইরে উপস্থাপিত হচ্ছে। এবারের বাজেটে মোট রাজস্ব ব্যয় ধরা হয়েছে ৫ লাখ ৭৪ হাজার কোটি টাকা, যা চলতি অর্থবছরের তুলনায় কিছুটা কম। উন্নয়ন বাজেট (এডিপি) নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩০ হাজার কোটি টাকা, যা আগের বছরের তুলনায় ৩৫ হাজার কোটি টাকা কম। বাজেটে ঘাটতি ধরা হয়েছে ২ লাখ ২৬ হাজার কোটি টাকা, যা জিডিপির প্রায় ৪ শতাংশ।
অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ জানান, এবারের বাজেট বাস্তবায়নযোগ্য ও সময়োপযোগী। বাজেট বক্তৃতা বিকেল ৩টায় বিটিভি ও অন্যান্য টিভি চ্যানেলে সম্প্রচার করা হবে। বাজেট ঘোষণার সঙ্গে সঙ্গে অর্থ মন্ত্রণালয় এবং জাতীয় রাজস্ব বোর্ডের ওয়েবসাইটে বাজেটের বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে।
এবারের বাজেটে জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৫.৫ শতাংশ এবং মুদ্রাস্ফীতি কমিয়ে ৬.৫ শতাংশে আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। বাজেটে কৃষি, স্বাস্থ্য, শিক্ষা, প্রযুক্তি ও সামাজিক নিরাপত্তা বেষ্টনী খাতে বাড়তি গুরুত্ব দেওয়া হয়েছে। সেই সঙ্গে ব্যবসা-বান্ধব পরিবেশ তৈরির মাধ্যমে বিনিয়োগ ও কর্মসংস্থান বৃদ্ধির ওপরও জোর দেওয়া হয়েছে।
এছাড়া, কর পরিপালন বাড়াতে এবং ভ্যাট ব্যবস্থাকে আরও সরলীকরণ করার কথাও বলা হয়েছে। বাজেট নিয়ে জনগণের মতামত ও সুপারিশ গ্রহণের জন্য অর্থ মন্ত্রণালয়ের পক্ষ থেকে একটি ই-মেইল ঠিকানা চালু রাখা হয়েছে।