১৫ই জুন, ২০২৫ 🔻 ১লা আষাঢ়, ১৪৩২🔻 ১৮ই জিলহজ, ১৪৪৬

৯দিন পর বিএনপি মহাসচিবের শোক বার্তা

শেয়ার করুন:

স্পেশাল
করেসপন্ডেন্ট:
১২ জুলাই বেলজিয়াম বিএনপি’র সহ-সভাপতি মোস্তফা আমিরুল ইসলামের (আমির)
মাতা আয়েশা বেগম নোয়াখালী প্রাইম হাসপাতালে বার্ধক্যজনিত কারণে চিকিৎসাধীন অবস্থায়
ইন্তেকাল করেন। 
তার
মৃত্যুর ৯দিন পর মঙ্গলবার (২১ জুলাই) রাতে এক শোক বার্তা পাঠিয়েছেন বিএনপির মহাসচিব
মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বিএনপির
সহ-দফতর সম্পাদক বেলাল আহমেদের সই করা শোক বার্তায় জানানো হয়, আয়েশা বেগমের মৃত্যুতে
গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মহাসচিব
বলেন, বেলজিয়াম বিএনপি’র সহ-সভাপতি মোস্তফা আমিরুল ইসলামের (আমির) মাতা আয়েশা বেগমের
মৃত্যুতে আমি তার পরিবার-পরিজনদের প্রতি গভীর সহমর্মিতা জ্ঞাপন করছি। মরহুমা আয়েশা
বেগম ছিলেন একজন ধর্মপ্রাণ, দানশীল ও পরোপকারী মহিলা। এজন্য তাকে এলাকার সকলেই শ্রদ্ধা
করতেন। তিনি মেধা ও শ্রম দিয়ে তার সকল সন্তানদের সুশিক্ষিত ও যোগ্য হিসেবে গড়ে তুলেছিলেন।
দোয়া করি, মহান রাব্বুল আলামীন যেন মরহুমা আয়েশা বেগমকে জান্নাত নসীব এবং গভীরভাবে
শোকাহত পরিবারের সদস্যদেরকে ধৈর্য ধারণের ক্ষমতা দান করেন।