১২ই ডিসেম্বর, ২০২৫ 🔻 ২৭শে অগ্রহায়ণ, ১৪৩২🔻 ২০শে জমাদিউস সানি, ১৪৪৭

অক্সফোর্ডের প্রথম ডোজ গ্রহণকারীরা সিনোফার্মার টিকে নিতে পারবে না

শেয়ার করুন:

ইছামতিনিউজটুয়েন্টিফোর.কমঃ করোনা প্রতিরোধে যারা প্রথম ডোজ হিসেবে অক্সফোর্ডের টিকা গ্রহণ করেছিল তারা বর্তমানে চলমান টিকা কর্মসূচির সিনোফার্মার টিকা দ্বিতীয় ডোজ হিসেবে নিতে পারবেন না। রবিবার বিকালে করোনা মোকাবেলায় সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় এ কথা বলেন সাঁথিয়া হাসপাতালের আবাসিক অফিসার (আর এম ও) আব্দুল্লাহ আল মামুন। তিনি জানান, নতুন করে ২ হাজার ব্যক্তি টিকার জন্য নিবন্ধন করেছেন। সর্বমোট সাঁথিয়ায় ১৬ হাজার৩৮৫ জন টিকার জন্য নিবন্ধন করেন। এর মধ্যে প্রথম ডোজ টিকা গ্রহণ করছেন ৮ হাজার ৫ শতজন। দ্বিতীয় ডোজ টিকা পায়নি প্রায় ৪ হাজার আবেদনকারি। এছাড়াও এখনও প্রথম ডোজ টিকা পায়নি ৩ হাজার ১০০ নিবন্ধনকারি। এখন পর্যন্ত টিকা পায়নি প্রায় ৮ হাজার নিবন্ধনকারি। তিনি আরও জানান, বর্তমানে হাসপাতালে কম খরচে করোনা টেস্ট করা হচ্ছে। দারিদ্রদের জন্য সরকার র্ফি টেস্টের ব্যবস্থা করেছে। সাঁথিয়া হাসাপাতালে যে হারে করোনা রোগী সনাক্ত হচ্ছে তাতে সনাক্তের হার ৫০/৬০%।

এ সময় করোনা প্রতিরোধে গ্রামঞ্চলে প্রশাসনিক তৎপরতার প্রতি জোর দাবি জানানো হয়। সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলতে অনুরোধ করা  হয়। উপজেলা প্রশাসন আয়োজিত সভায় সাঁথিয়া উপজেলা নির্বাহী অফিসার এসএম জামাল উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাহমুদ দেলোয়ার।